নয়াদিল্লি, 15 জুন: উত্তর দিল্লির মুখার্জি নগরের একটি কোচিং সেন্টারে ভয়াবহ আগুন । বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায় পড়ুয়াদের মধ্য়ে । ঘটনার জেরে কোচিং সেন্টার 'সংস্কৃতি' তৃতীয় তলা থেকে প্রাণের ঝুঁকি নিয়ে নামার চেষ্টা করেন পড়ুয়ারা । জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ের তিন তলায় কোচিং সেন্টারটি রয়েছে । আর আগুন লাগার পরই আতঙ্কিত ছাত্র-ছাত্রীরা দঁড়ির সাহায্যে কোচিং সেন্টারের জানালা দিয়ে নীচে নামতে থাকে । সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে আন্তর্জালে ৷ যদিও সব পড়ুয়াই নিরাপদে কোচিং সেন্টার থেকে বেরিয়ে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আগুন লাগার ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হয়েছে। দমকলের 11টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর-পশ্চিম দিল্লির মুখার্জি নগর এলাকার কোচিং সেন্টার সংস্কৃতিতে আগুন লাগে । সেখানে তখন বেশ কয়েকজন পড়ুয়া ছিলেন । স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে কোচিং সেন্টারের পড়ুয়াদের মধ্য়ে। এরপরই খবর দেওয়া হয় দমকলকে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলেই জানাচ্ছে পুলিশ ।