পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Fire in New Delhi: কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, দড়ি ধরে বহুতল থেকে নামলেন পড়ুয়ারা - coaching of mukherjee nagar students

বৃহস্পতিবার দিল্লির মুখার্জি নগরের একটি কোচিং ইনস্টিটিউটে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দড়ির সাহায্যে জানালা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় পড়ুয়াদের । চার শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গিয়েছে।

Etv Bharat
কোচিং সেন্টারে ভয়াবহ আগুন

By

Published : Jun 15, 2023, 3:43 PM IST

Updated : Jun 15, 2023, 4:11 PM IST

নয়াদিল্লি, 15 জুন: উত্তর দিল্লির মুখার্জি নগরের একটি কোচিং সেন্টারে ভয়াবহ আগুন । বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায় পড়ুয়াদের মধ্য়ে । ঘটনার জেরে কোচিং সেন্টার 'সংস্কৃতি' তৃতীয় তলা থেকে প্রাণের ঝুঁকি নিয়ে নামার চেষ্টা করেন পড়ুয়ারা । জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ের তিন তলায় কোচিং সেন্টারটি রয়েছে । আর আগুন লাগার পরই আতঙ্কিত ছাত্র-ছাত্রীরা দঁড়ির সাহায্যে কোচিং সেন্টারের জানালা দিয়ে নীচে নামতে থাকে । সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে আন্তর্জালে ৷ যদিও সব পড়ুয়াই নিরাপদে কোচিং সেন্টার থেকে বেরিয়ে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আগুন লাগার ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হয়েছে। দমকলের 11টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর-পশ্চিম দিল্লির মুখার্জি নগর এলাকার কোচিং সেন্টার সংস্কৃতিতে আগুন লাগে । সেখানে তখন বেশ কয়েকজন পড়ুয়া ছিলেন । স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে কোচিং সেন্টারের পড়ুয়াদের মধ্য়ে। এরপরই খবর দেওয়া হয় দমকলকে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলেই জানাচ্ছে পুলিশ ।

আরও পড়ুন:কলকাতা বিমানবন্দরে আগুন ! যাত্রীদের মধ্যে আতঙ্ক, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে

অন্যদিকে, দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, এদিন বেলা সাড়ে 12টা নাগাদ আগুন লাগার খবর আসে তাঁদের কাছে । মোট 11টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নিযুক্ত হয় বলেও জানান তিনি । দমকলের তরফেই জারি করা একটি ভিডিয়োতে দেখা যায়, বেশ কয়েকজন ছাত্র জানালা দিয়ে দড়ির সাহায্য়ে নেমে আসে । বেশ কয়েকজন পড়ুয়াকে উদ্ধার করে দমকল কর্মীরাও । আপাতত কোচিং সেন্টারের ভিতরে কেউ আটকে নেই বলেও নিশ্চিত করা হয়েছে দমকলের তরফে । সেইসঙ্গে, দমকল আধিকারিকদের তরফে জানানো হয়েছে আগুন নেভানোর কাজ এখনও চলছে । তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এর আগে বুধবার রাতে আগুন লাগে কলকাতা বিমানবন্দরে । এসির তার থেকে আগুন লাগে বলে জানা গিয়েছিল । আতঙ্ক ছড়িয়েছিল যাত্রীদের মধ্যে ।

Last Updated : Jun 15, 2023, 4:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details