মালায়াত্তুর (কেরল), 30 অক্টোবর:কেরলের কালামাসেরি বিস্ফোরণ প্রাণ কেড়েছে 12 বছরের লিবিনার ৷ এই খবর শোনার পর থেকেই তার মালায়াত্তুরের বাড়িতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা ৷ ছোট্ট লিবিনার এমন ভয়ানক পরিণতিতে গোটা গ্রাম স্তব্ধ ৷ বিস্ফোরণে মালায়াত্তুর কাতুভানকুঝির বাড়িতে বসবাসকারী তিনজন জখম হয়েছেন ৷
দুর্ঘটনার খবর জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা লিবিনার বাবা প্রদীপের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি আর কোনও তথ্য দেননি । স্থানীয়রা সংবাদমাধ্যমে 12 বছর বয়সি কন্যার মৃত্যুর খবর জানতে পারে । প্রদীপ, তাঁর স্ত্রী এবং তিন সন্তানের পরিবার মালায়াত্তুরের বাড়িতে থাকতেন । প্রদীপ রান্নার কাজ করতেন ৷ জিহোভাস উইটনেসের সম্মেলনে তিনি যোগ দিতে পারেননি । তাঁর স্ত্রী স্যালি এবং তিন সন্তান কালামাসেরি সামরা সেন্টারে জিহোভাস উইটনেসের সম্মেলনে যোগ দিয়েছিলেন । দুর্ঘটনায় তিনজন আহত হন । স্যালি ও তাঁর ছেলে কালামাসেরি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন । তবে লিবিনাকে বাঁচানো যায়নি ৷ তার মৃত্যুর খবর তার মা বা দাদাকে জানানো হয়নি ।
স্যালি এবং তাঁর সন্তানেরা নিয়মিত জিহোভাস উইটনেসের সম্মেলন এবং প্রার্থনায় যোগদান করতেন । লিবিনা মালয়াত্তুরের কাছে এসএনডিপি স্কুল নীলেশ্বরমের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল । শনি ও রবিবার ছুটির দিন থাকায় স্যালি তাঁর সন্তানদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন । দু'দিনের ছুটির পর স্কুলে যাওয়ার কথা ছিল লিবিনার ৷ তার আগেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ।
আরও পড়ুন:কেরল বিস্ফোরণের পর চর্চায় জেহভা'স উইটনেসেস ধর্মীয় গোষ্ঠী, দেখে নেওয়া যাক এদের ইতিহাস