পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Student Raped by Teacher: দীর্ঘদিন ধরে ধর্ষণ ! ছাত্রী সন্তানের জন্ম দিতেই আটক সরকারি স্কুল শিক্ষক - ক্ষকের ধর্ষণের শিকার ছাত্রী

9 মাস ধরে অত্যাচার চালিয়েছে স্কুল শিক্ষক ৷ বিষয়টা কাউকে জানালেই ছাত্রীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় ৷ তারপর নির্যাতিতা দশম শ্রেণির ছাত্রী সন্তানের জন্ম দিতেই প্রকাশ্যে আসে বিষয়টি ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 2:24 PM IST

কাদিরি (অন্ধ্রপ্রদেশ), 17 অক্টোবর: দিনের পর দিন শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্রী ৷ তবে আশ্চর্যের বিষয় হল ঘটনাটি প্রকাশ্যে আসে নির্যাতিতা ছাত্রীর সন্তান জন্মের পর ৷ তাতেই শোরগোল পড়ে যায় ৷ ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাঁই জেলার কাদিরি বিধানসভা এলাকায় ৷

ঘটনার সূত্রপাত 9 মাস আগে ৷ সরকারি স্কুলে দশম শ্রেণিতে পড়ত ওই ছাত্রী ৷ একদিন সে জল খেতে স্টাফ রুমে গিয়েছিল ৷ সেই সময় রেড্ডি নাগাইয়া নামে অভিযুক্ত নিঃসঙ্গ শিক্ষক ধর্ষণ করেন ওই ছাত্রীকে ৷ এই বিষয়টি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকিও দেন অভিযুক্ত ৷ তাতেই ভয় পেয়ে যায় নির্যাতিতা ৷ এরপর থেকে ওই শিক্ষক বহুবার ছাত্রীকে ধর্ষণ করেন ৷

শনিবার মেয়েটির হঠাৎ পেটে ব্যথা শুরু হয় ৷ পরিবারের লোকজন দ্রুত তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই তিনি একটি ছেলের জন্ম দেন ৷ তবে ছাত্রীর রক্ত কম থাকায় চিকিৎসক তাকে কাদিরি আঞ্চলিক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন ৷ সেই সময় চিকিৎসার জন্য অনন্তপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ফাঁড়ির পুলিশের মাধ্যমে এসআই রাজশেখর বিষয়টি জানতে পারেন ৷ তারপরই শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

অনন্তপুরম হাসপাতালে মেয়েটিকে দেখতে গিয়ে কাদিরি থানার ডিএসপি শ্রীলথা বিস্তারিত জানান ৷ মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে পকসো (POCSO) আইনের 376 এবং 506 ধারায় অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে ।

প্রসঙ্গত, এক মাস আগে 22 সেপ্টেম্বর হরিয়ানার পালওয়ালে সহকর্মীর সঙ্গে যোগসাজশ করে 5 বছর ধরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ইনচার্জের বিরুদ্ধে ৷ অ্যাকাডেমিক কেরিয়ারের ক্ষতির ভয় দেখিয়ে এই কুকর্ম চালায় অভিযুক্ত ৷ এমনকি এর জন্য বহুবার গর্ভবতী হয়ে পড়েন ছাত্রী ৷ তবে প্রত্যেকবারই গর্ভপাত করতে চাপ দিতেন অভিযুক্ত ৷ তবে 5 বছর পর ছাত্রী অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে ৷ গ্রেফতার হয় অভিযুক্ত ৷

আরও পড়ুন : 5 বছর ধরে ছাত্রীকে ধর্ষণ, একাধিকবার গর্ভপাত! অভিযুক্ত আইটিআই ইনচার্জ

ABOUT THE AUTHOR

...view details