কাদিরি (অন্ধ্রপ্রদেশ), 17 অক্টোবর: দিনের পর দিন শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্রী ৷ তবে আশ্চর্যের বিষয় হল ঘটনাটি প্রকাশ্যে আসে নির্যাতিতা ছাত্রীর সন্তান জন্মের পর ৷ তাতেই শোরগোল পড়ে যায় ৷ ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাঁই জেলার কাদিরি বিধানসভা এলাকায় ৷
ঘটনার সূত্রপাত 9 মাস আগে ৷ সরকারি স্কুলে দশম শ্রেণিতে পড়ত ওই ছাত্রী ৷ একদিন সে জল খেতে স্টাফ রুমে গিয়েছিল ৷ সেই সময় রেড্ডি নাগাইয়া নামে অভিযুক্ত নিঃসঙ্গ শিক্ষক ধর্ষণ করেন ওই ছাত্রীকে ৷ এই বিষয়টি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকিও দেন অভিযুক্ত ৷ তাতেই ভয় পেয়ে যায় নির্যাতিতা ৷ এরপর থেকে ওই শিক্ষক বহুবার ছাত্রীকে ধর্ষণ করেন ৷
শনিবার মেয়েটির হঠাৎ পেটে ব্যথা শুরু হয় ৷ পরিবারের লোকজন দ্রুত তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই তিনি একটি ছেলের জন্ম দেন ৷ তবে ছাত্রীর রক্ত কম থাকায় চিকিৎসক তাকে কাদিরি আঞ্চলিক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন ৷ সেই সময় চিকিৎসার জন্য অনন্তপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ফাঁড়ির পুলিশের মাধ্যমে এসআই রাজশেখর বিষয়টি জানতে পারেন ৷ তারপরই শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷