দারভাঙা, 1 অগস্ট: অনার্স পেপারে ছাত্র পেলেন 100-তে 151 । ফলাফল ঘোষণার পরেই বিতর্কে ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয় (Lalit Narayan Mithila University) ৷ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং বিশ্ববিদ্যালয়ের নাম । বিএ পরীক্ষার ফলাফল ঘোষণার পর আনমোল কুমার নামে এক ছাত্রকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স চতুর্থ পত্রে 100-এর মধ্যে 151 নম্বর দেওয়া হয় । তিনি এমআরজেডি কলেজের কলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র । গত 30 জুন ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় ।
জানা গিয়েছে, সরকারি ওয়েবসাইটে বিএ পরীক্ষার ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় । ছাত্রটি তাঁর এই নম্বর দেখে বিস্মিত । এমনকী আনমোলের মার্কশিটে মোট 420 নম্বর মার্ক করা আছে । এরপরেও ওই শিক্ষার্থীকে ফেল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । কলেজের এই দায়িত্বজ্ঞানহীন কাজের কারণে শিক্ষার্থীরা আঙুল তুলেছেন কর্তৃপক্ষের দিকে ৷