পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Student Jumps in Front of Train: ক্লাস টিচারকে চিঠি লিখে ট্রেনের সামনে ঝাঁপ ছাত্রের, অবস্থা সঙ্কটজনক - Lucknow

বুধবার লখনউতে (Lucknow) ট্রেনের সামনে ঝাঁপ নবম শ্রেণির ছাত্রের (Student Jumps in Front of Train) । ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই ছাত্র ৷ বর্তমানে সে কমান্ড হাসপাতালে (Command Hospital) চিকিৎসাধীন ৷

Student Jumps in Front of Train
Student Jumps in Front of Train

By

Published : Nov 17, 2022, 9:37 PM IST

লখনউ, 17 নভেম্বর: বুধবার উত্তরপ্রদেশের লখনউতে (Lucknow) একটি নামী স্কুলের নবম শ্রেণির ছাত্র (Class Nine Student) ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছে (Student Jumps in Front of Train) । ট্রেনের ধাক্কায় আহত ওই ছাত্র ৷ সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় লোহিয়া হাসপাতালে (Admitted to Lohia hospital) । সেখান থেকে গভীর রাতে তাকে কমান্ড হাসপাতালে (Command Hospital) নিয়ে যাওয়া হয়েছে । সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে । ছাত্রের অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে ।

ক্লাস টিচারকে চিঠি লিখে ট্রেনের সামনে ঝাঁপ ছাত্রের

ঘটনাস্থলের কাছে পুলিশ ছাত্রের স্কুল ব্যাগ ও একটি চিঠি পেয়েছে । চিঠিতে তার ক্লাস টিচার উদ্দেশ্য করে লেখা (Apology letter to class teacher) ৷ সেখানে ছাত্রটি তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে । গোমতীনগর ইন্সপেকটর জানান, সন্ধ্যায় পুলিশ খবর পায় যে রেললাইনের কাছে এক ছাত্র আহত অবস্থায় পড়ে রয়েছে । সঙ্গে সঙ্গে আহত ছাত্রকে নিয়ে এসে লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয় । পরে ছাত্রের পরিবারের লোকজন তাকে কমান্ড হাসপাতালে নিয়ে যায় ।

আরও পড়ুন:সেনা আধিকারিকের মেয়ের শ্লীলতাহানি, ঘটনাস্থল লখনউ

তিনি আরও জানান, ওই ছাত্রের ব্যাগ থেকে একটি চিঠির ফটোকপি পাওয়া গিয়েছে ৷ চিঠিটিতে ক্লাস টিচারকে উদ্দেশ্য করে ইংরেজিতে কিছু কথা লেখা ছিল । তাতে লেখা 'আমি যে ভুল করেছি তা বুঝতে পেরেছি, এজন্য আমি ক্ষমাপ্রার্থী ম্যাম । আমি কথা দিচ্ছি এটা আর হবে না।' কেন ছাত্রটি এসব লিখেছে । তা খতিয়ে দেখা হচ্ছে । ছাত্রের অন্যান্য সঙ্গীদের কাছ থেকেও এ বিষয়ে তথ্য নেওয়া হবে বলে খবর ।

ABOUT THE AUTHOR

...view details