রাঁচি, 17 জানুয়ারি:আইআইএম রাঁচির (Crime News Ranchi) হস্টেলে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল ৷ নগড়ি থানা এলাকার আইআইএম-এর হস্টেলে শিবম পান্ডে নামে ওই ছাত্রকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় (Student Body Found)৷ শিবমের দুটি হাতই বাঁধা ছিল । খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ । এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে । হস্টেলে লাগানো সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ । শিবম উত্তরপ্রদেশের বেনারসের বাসিন্দা (Student Body Found from Hostel of IIM Ranchi)৷
হস্টেলের ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার:ইনস্টিটিউটের নয়াসরাইয়ের হস্টেলের ঘর থেকে উদ্ধার হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ছাত্র শিবম পান্ডের মৃতদেহ । শিবমের মৃতদেহ তাঁর ঘরেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । তিনি হস্টেলের 505 নম্বর কক্ষে একা থাকতেন । যে অবস্থায় শিবমের দেহ পাওয়া গিয়েছে তা যথেষ্ট সন্দেহজনক ৷ তাঁর দুই হাতই সামনে থেকে বাঁধা ছিল । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ শিবমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রিমসে পাঠানো হয় ।
ছাত্রের দুটো হাত বাঁধা ছিল:রাঁচির গ্রামীণ এসপি নওশাদ আলম জানান, হোটেলের 505 নম্বর কক্ষে শিবমের মৃতদেহ উদ্ধারের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে নগড়ি থানার পুলিশ । শিবমের দুই হাত সামনে থেকে বাঁধা ছিল ৷ কিন্তু তদন্তে দেখা গিয়েছে, যে দড়ি দিয়ে তাঁর হাত বাঁধা ছিল তাতে কোনও গিঁট দেওয়া ছিল না । শিবম আত্মহত্যা করেছেন এবং তার আগে তিনি নিজেই নিজের হাতে দড়ি জড়িয়েছিলেন বলে অনুমান করা হচ্ছে । তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পুরো বিষয়টিকেই সন্দেহজনক হিসেবেই দেখছে পুলিশ ৷