প্রয়াগরাজ, 29 অগস্ট: অন্য সম্প্রদায়ের সহপাঠীদের সঙ্গে বিবাদ ৷ তার জেরে প্রয়াগরাজে প্রাণ গেল 16 বছরের কিশোরের ৷ বোনের ইভ-টিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ৷ সোমবার ঘটনার সময় দশম শ্রেণির ওই ছাত্র তার তুতো বোনের সঙ্গে বাড়ি ফিরছিল বলে জানা গিয়েছে ৷ তার বোন একই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যেই ৷ তিন পড়ুয়াকে গ্রেফতারও করেছে পুলিশ ৷ যাদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্রের খবর, মৃত ওই দশম শ্রেণির ছাত্র এবং অভিযুক্ত পড়ুয়াদের মধ্যে স্কুলে কোনও বিষয় নিয়ে বিবাদ হয় ৷ তবে শিক্ষকের মধ্যস্থতায় সেটি স্কুলেই মিটমাট হয়ে যায় । কিন্তুসেই ঘটনার রেশ ধরেই পরবর্তীতে ওই ছাত্র বোনকে নিয়ে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা উত্যক্ত করে বলে অভিযোগ ৷ এমনকী আরও অভিযোগ, অভিযুক্তরা নবম শ্রেণির ওই ছাত্রীর উদ্দেশে কুরুচিকর মন্তব্য করে ৷ বোনকে ইভ-টিজিংয়ের প্রতিবাদ করে কিশোর ৷ এরপরেই অভিযুক্তরা তাকে মারধর করে বলে অভিযোগ ৷ যার ফলে তার মৃত্যু হয় ।