ভোপাল, 27 জুন: আমার হাতের লেখা তেমন ভালো না ৷ এক ছাত্রীকে অটোগ্রাফ দিতে গিয়ে এ কথা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ৷ ভোপালে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ রানি কমলাপতি রেলওয়ে স্টেশন থেকে মোদি এ দিন পাঁচটি বন্দে ভারত ট্রেনের ফ্ল্যাগ-অফ করেন। তা করার আগেই তিনি ভোপাল থেকে ইন্দোর পর্যন্ত ট্রায়াল রানে চলা বন্দে ভারত এক্সপ্রেসে বসে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন ।
প্রধানমন্ত্রীর ছবি এঁকেছে নবম শ্রেণির ছাত্রী
একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্রী লক্ষ্মীকা সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার আঁকা ছবি দেখায় ৷ যাতে সে মোদিকে এঁকেছিল ৷ প্রধানমন্ত্রীর ছবিতেই মেয়েটি তাঁকে অটোগ্রাফ দিতে বলে ৷ তখনই প্রধানমন্ত্রী মজার ছলে খুদে পড়ুয়াকে জানান যে, তাঁর হাতের লেখা ভালো নয় ৷ তবে পরে ওই ছবির উপর প্রধানমন্ত্রী অটোগ্রাফ দেন এবং ছবিটা তাঁর এতটাই পছন্দ হয় সেটাকে তিনি সঙ্গে করে নিয়ে যান। বন্দে ভারত এক্সপ্রেসের ইন্দোরগামী ট্রেনের 1 নম্বর বগিতে বসে একের পর এক পড়ুয়ার সঙ্গে বাক্যালাপ করেন প্রধানমন্ত্রী মোদি । প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে ছাত্রছাত্রীদের বেশ উত্তেজিত মনে হচ্ছিল ৷ পড়ুয়ারা জানায়, এখন পর্যন্ত তারা প্রধানমন্ত্রীকে শুধু টিভিতে দেখেছে। তার সঙ্গে কথা বলে তারা খুব আনন্দিত ৷
মোদিকে সামনে দেখে খুশি পড়ুয়ারা