পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi Autograph: 'আমার হাতের লেখা ভালো নয়', খুদে পড়ুয়ার অটোগ্রাফের আবদারে বললেন মোদি - আমার হাতের লেখা ভালো না

ভোপালের রানি কমলাপতি রেলওয়ে স্টেশন থেকে মঙ্গলবার 5টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে একটি একটি বন্দে ভারতের ট্রায়াল রানে খুদে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী । সেখানে নিজেদের আঁকা ছবি নিয়ে এসেছিল অনেক ছাত্র-ছাত্রী ৷ তাদের মধ্যে থেকেই এক ছাত্রী প্রধানমন্ত্রীর কাছে অটোগ্রাফ চায় ৷

PM Modi Handwriting
মোদির ছবি

By

Published : Jun 27, 2023, 6:54 PM IST

ভোপাল, 27 জুন: আমার হাতের লেখা তেমন ভালো না ৷ এক ছাত্রীকে অটোগ্রাফ দিতে গিয়ে এ কথা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ৷ ভোপালে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ রানি কমলাপতি রেলওয়ে স্টেশন থেকে মোদি এ দিন পাঁচটি বন্দে ভারত ট্রেনের ফ্ল্যাগ-অফ করেন। তা করার আগেই তিনি ভোপাল থেকে ইন্দোর পর্যন্ত ট্রায়াল রানে চলা বন্দে ভারত এক্সপ্রেসে বসে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন ।

প্রধানমন্ত্রীর ছবি এঁকেছে নবম শ্রেণির ছাত্রী

একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্রী লক্ষ্মীকা সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার আঁকা ছবি দেখায় ৷ যাতে সে মোদিকে এঁকেছিল ৷ প্রধানমন্ত্রীর ছবিতেই মেয়েটি তাঁকে অটোগ্রাফ দিতে বলে ৷ তখনই প্রধানমন্ত্রী মজার ছলে খুদে পড়ুয়াকে জানান যে, তাঁর হাতের লেখা ভালো নয় ৷ তবে পরে ওই ছবির উপর প্রধানমন্ত্রী অটোগ্রাফ দেন এবং ছবিটা তাঁর এতটাই পছন্দ হয় সেটাকে তিনি সঙ্গে করে নিয়ে যান। বন্দে ভারত এক্সপ্রেসের ইন্দোরগামী ট্রেনের 1 নম্বর বগিতে বসে একের পর এক পড়ুয়ার সঙ্গে বাক্যালাপ করেন প্রধানমন্ত্রী মোদি । প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে ছাত্রছাত্রীদের বেশ উত্তেজিত মনে হচ্ছিল ৷ পড়ুয়ারা জানায়, এখন পর্যন্ত তারা প্রধানমন্ত্রীকে শুধু টিভিতে দেখেছে। তার সঙ্গে কথা বলে তারা খুব আনন্দিত ৷

মোদিকে সামনে দেখে খুশি পড়ুয়ারা

সাগর পাবলিক স্কুলের ছাত্রী সনিয়া সিং বলে, "আমি ট্রেনের কোচের সামনেই বসেছিলাম তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমে আমার কাছে আসেন । প্রধানমন্ত্রী আমার আঁকা ছবি দেখেন ৷ ছবিটি পছন্দ করেন ৷ প্রধানমন্ত্রী আমাকে আমার আগ্রহের বিষয়ে জিজ্ঞাসা করেন ৷ আমি কবিতা লিখতে পছন্দ করি বলে তাঁকে জানালাম। আমি প্রধানমন্ত্রী মোদিকে আমার একটি কবিতাও শোনালাম। প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কোন স্কুলের এবং কোন ক্লাসের ছাত্রী । তিনি আমাকে কঠোর পরিশ্রম করতে বলেছেন ৷ তারপরে তিনি হাসিমুখে অন্যদের কাছে চলে যান।"

নবম শ্রেণির ছাত্রীর আঁকা মোদির ছবি

আরও পড়ুন:ভোপাল থেকে পাঁচটি বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ স্বপ্নের মতো

মিঠি গোবিন্দ রাম স্কুলের ছাত্রী অনুষ্কা পান্ডে বলে, "আমি খুব খুশি ৷ আজ আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছি ৷ এর আগে পর্যন্ত আমি তাঁকে কেবল টিভিতে দেখেছিলাম ।" সাগর পাবলিক স্কুলের এক ছাত্র বলে, "প্রধানমন্ত্রী আমাকে যোগা দিবস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন যে আমি প্রতিদিন কোন যোগব্যায়াম করি । তিনি আমাকে প্রতিদিন যোগব্যায়াম করতে বলেছেন।"

ABOUT THE AUTHOR

...view details