তুকোগঞ্জ (মধ্যপ্রদেশ), 29 জুলাই: স্কুলেই ধূমপান করছিল ছাত্র । শিক্ষককে অভিযোগ করতেই, পড়ুয়াকে পিটিয়ে খুন করল আর এক পড়ুয়া ! ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরের তুকোগঞ্জ থানা এলাকায় ৷ জানা গিয়েছে, একাদশ শ্রেণির ছাত্র স্কুলেই ধূমপান করছিল ৷ যা দেখে দ্বাদশ শ্রেণির ছাত্র শিক্ষককে জানিয়ে দেন ৷ এরপর ওই ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে ধূমপান করা ছাত্রের বিরুদ্ধে ৷ পরে আহত ছাত্রের মৃত্যু হয় ৷ এই ঘটনায় নাবালক ছাত্রের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ৷ তাকে গ্রেফতার করা হয়েছে ৷
সূত্রের খবর, মৃত নাবালক তুকোগঞ্জ থানা এলাকার বিবেকানন্দ স্কুলের ছাত্র ৷ একাদশ শ্রেণির এক ছাত্রের ধূমপান করার বিষয়টি নিয়ে শ্রেণি শিক্ষকের কাছে অভিযোগ জানায় সে ৷ বিষয়টি জানতে পারায় অভিযোগকারী ছাত্রকে বেধড়ক মারধর করে একাদশ শ্রেণির ওই ছাত্র । জানা গিয়েছে, ধুমপান সংক্রান্ত একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ সেখানে দেখা যাচ্ছে একদল ছাত্র ধূমপান করছে ৷ ভিডিয়োটি শ্রেণি শিক্ষককে দিয়েছিল দ্বাদশ শ্রেণির ছাত্র ৷ যার পরিণতি হল ভয়ানক । পড়ুয়ার প্রহারেই প্রাণ দিতে হল ছাত্রটিকে ৷