নয়াদিল্লি, 3 অক্টোবর: ফের ভূমিকম্প নেপালে ৷ আর তার জেরে কাঁপল রাজধানী নয়াদিল্লি-সহ একাধিক এলাকা ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া হিসেব অনুযায়ী, মঙ্গলবার দুপুর 3টে নাগাদ পর পর দু’বার ভূমিকম্প হয় নেপালে ৷ তার জেরেই নয়াদিল্লি-সহ উত্তর ভারতের বেশ কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে ৷
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক্স হ্যান্ডেলে এই নিয়ে পর পর বেশ কয়েকটি পোস্ট করেছে ৷ সেই অনুযায়ী, সবচেয়ে বড় ভূমিকম্পটি হয় মঙ্গলবার দুপুর 2টো 51 মিনিট 4 সেকেন্ডে ৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল 6.2 ৷ এই ভূমিকম্পের এপিসেন্টার নেপাল ৷ ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয় ৷
তার ঠিক পরই ফের আরও একটি ভূমিকম্প হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ৷ বলা যেতে পারে সেটা ছিল আফটার শক ৷ এটারও এপিসেন্টার নেপাল ৷ এক্ষেত্রে রিখটার স্কেলে কম্পনের মাত্রা 4.6 ৷ এ দিন দুপুর 2টো 52 মিনিট 52 সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়েছে বলে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ৷
এর পর আরও দু’টি আফটার শক হয় ৷ রিখটার সেই ভূমিকম্প দু’টির মাত্রা ছিল যথাক্রমে 3.6 ও 3.1 ৷ এ দিন দুপুর 3টে 6 মিনিট এবং 3টে 19 মিনিটে এই ভূমিকম্প দু’টি হয় ৷ এই কম্পন দু’টির গভীরতা ছিল যথাক্রমে 15 কিমি ও 10 কিমি ৷ এ দিকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তরাখণ্ডের তীর্থস্থান জোশিমঠের 206 কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে 284 কিলোমিটার উত্তরে ।