নয়াদিল্লি, 18 জুলাই: ফের মাথাচাড়া দিয়ে উঠল পেগাসাস বিতর্ক ৷ রবিবার বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) টুইটে অভিযোগ করেছেন যে, নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্য, আরএসএস নেতা, সুপ্রিম কোর্টের বিচারপতি ও সাংবাদিকদের ফোনে আড়ি (Tapping Phones) পাতছে ইজরায়েলি সংস্থা পেগাসাস (Pegasus) ৷ তিনি বলেছেন, খুব শিগগিরই পশ্চিমি সংবাদমাধ্যম এ ব্যাপারে একটি রিপোর্টও প্রকাশ করবে বলে শক্তিশালী গুজব রটেছে ৷ তাঁর কথারই সম্মতি মিলেছে তৃণমূল ও কংগ্রেসের গলাতেও ৷
রবিবার সকালে টুইটে বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী লেখেন, "ইজরায়েলি সংস্থা পেগাসাস মোদির মন্ত্রিসভার সদস্য, আরএসএস নেতা, সুপ্রিম কোর্টের বিচারপতি ও সাংবাদিকদের ফোনে আড়ি পাতছে ৷ শক্তিশালী গুজব রটেছে যে, ভারতীয় সময় আজ সন্ধেয় ওয়াশিংটন পোস্ট ও লন্ডন গার্ডিয়ানে এই বিষয়টি তুলে ধরা হবে ৷ আমি নিশ্চিত তালিকা হাতে পেলে তা প্রকাশ করব ৷"
বিজেপি সাংসদের কথাতেই সায় দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷ তাঁর অভিযোগ, বিরোধী দলের নেতাদেরও ফোনে আড়ি পাতা হয়েছে ৷