পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাতাসে করোনা ভাইরাস ছড়ানোর জোরালো প্রমাণ রয়েছে, রিপোর্ট ল্যানসেটের

প্রায় দেড় বছর হতে চলল কোভিডের কবলে বিশ্ব ৷ কোথাও কোথাও আছড়ে পড়েছে দ্বিতীয় ঢেউ ৷ সংক্রামিতের সংখ্যা তাই আবারও ঊর্ধ্বমুখী ৷ এত দিন ড্রপলেট তত্ত্ব ধরে এগোলেও ল্যানসেটে প্রকাশিত গবেষণায় বিজ্ঞানীদের দাবি বাতাসে রয়েছে সার্স-কোভ-2 ৷ তাই চার দেওয়ালের মধ্যে থেকেও নিঃশব্দে ছড়িয়ে পড়ছে সংক্রমণ ৷

By

Published : Apr 16, 2021, 4:49 PM IST

Updated : Apr 17, 2021, 11:48 AM IST

বাতাসে ছড়াচ্ছে কোভিড-19 এর সার্স-কোভ-2 ভাইরাস
বাতাসে ছড়াচ্ছে কোভিড-19 এর সার্স-কোভ-2 ভাইরাস

কলোরাডো, 16 এপ্রিল: বাতাসে ছড়াচ্ছে কোভিড-19 এর সার্স-কোভ-2 ভাইরাস, দাবি মেডিক্যাল জার্নাল ল্যানসেটের ৷ সম্প্রতি একটি রিপোর্টে এ বিষয়ে ''উপযুক্ত, জোরালো প্রমাণ'' আছে বলে জানিয়েছে এই জার্নাল ৷

কেমিস্ট হোসে-লুইস-হিমেনেজ-সহ ব্রিটেন, আমেরিকা আর কানাডার কোঅপারেটিভ ইনস্টিটিউট ফর রিসার্চ ইন এনভায়রনমেন্টাল সায়েন্সেস (সিআইআরইএস) আর কলোরাডো বোলডার বিশ্ববিদ্য়ালয়ের ছজন বিশেষজ্ঞ জানাচ্ছেন, প্রধানত বাতাসের মধ্য়ে দিয়েই ছড়াচ্ছে এই ভাইরাস, তাই নিরাপত্তাজনিত স্বাস্থ্যবিধি মেনেও এই ভাইরাসকে ঠেকানো যাচ্ছে না ৷

হিমেনেজের কথায়, ''বাতাসের মাধ্যমে ছড়ানোর যথেষ্ট প্রমাণ আছে আর বড় ড্রপলেটের মাধ্য়মে সংক্রমণের প্রমাণযোগ্য কোনো অস্তিত্বই নেই ৷'' এটা খুব জরুরি, কারণ ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন আর অন্যান্য স্বাস্থ্য এজেন্সিগুলির এবার খুব তাড়াতাড়ি করোনাভাইরাস বাতাসে ছড়ানোর বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া দরকার ৷

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রিশ গ্রিনহালজ-এর নেতৃত্বে এই দল প্রকাশিত গবেষণাপত্রগুলি পর্যালোচনা করে হাওয়ায় কী ভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে তার সপক্ষে 10 লাইনের প্রমাণ নির্দিষ্ট করে জানিয়েছেন ৷

কী বলছেন বিশেষজ্ঞরা

এই রিপোর্ট অনুযায়ী, বাইরের খোলা পরিবেশের থেকেও যে কোনো আবদ্ধ জায়গা বা ঘরে এই সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি, আর ঘরের ভেন্টিলেশন ব্য়বস্থার মাধ্যমে তার হার কমানো সম্ভব ৷

40 শতাংশ ক্ষেত্রে সার্স-কোভ-2 ভাইরাস ছড়ানোর জন্য দায়ী অ্যাসিম্পটোম্যাটিক বা প্রিসিম্পটোম্যাটিক মানুষেরা, যাঁদের কাশি, হাঁচির মতো কোনো লক্ষণ নেই ৷ নিঃশব্দে এই ভাবেই বিশ্বজুড়ে এই পথ ধরে কোভিড-19 সংক্রামিত হয়েছে ৷ ''প্রধানত বাতাসেই ছড়ানোর ধরনকে মান্যতা'' দিচ্ছে এই পদ্ধতি ৷ এমনকি বিশেজ্ঞরা দেখিয়েছেন যে দীর্ঘ পথে কী ভাবে হোটেলে পাশাপাশি ঘরে থাকা মানুষেরা পরস্পরের সান্নিধ্যে না এলেও কী ভাবে সংক্রামিত হয়েছেন ৷

ঠিক এর উল্টো দিকে, বড় ড্রপলেট বাতাসের মাধ্যমে আর মাটিতে পড়ে ছড়িয়ে পড়ার তত্ত্বকে মান্যতা দেওয়ার কোনও প্রমাণই পাননি তাঁরা ৷

''আমরা অত্যন্ত জটিল আর বিশেষ কাগজে তরলের গতিপথ আর জীবন্ত ভাইরাসকে আলাদা করে শনাক্ত করতে পেরেছি'', বলেন গ্রিনহালজ ৷ ''সব মিলিয়ে বাতাসে করোনা ছড়ানোর ব্য়াপক আর শক্তিশালী প্রমাণ মিলেছে ৷ আর দেরি না করে এখুনি এই ভাবে সংক্রমণ ছড়ানোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত ৷''

আরও পড়ুন: কোভিড টিকা নিয়ে দুর্নীতি করলে কড়া ব্যবস্থা: হর্ষ বর্ধন

নিরপত্তাজনিত স্বাস্থ্যবিধি নেওয়ার ক্ষেত্রেও এর প্রভাব তাই গুরুতর ৷ প্রথমত, ''ড্রপলেটের বিরুদ্ধে ব্যবস্থা'' যেমন হাত ধোয়া আর জীবাণুনাশক দিয়ে মেঝে পরিষ্কারের গুরুত্বপূর্ণ হলেও, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাতাসে দ্রুত ছড়িয়ে পড়া ছোঁয়াচে কণার আক্রমণ আটকাতে আরও জরুরিভিত্তিতে ব্যবস্থা নিতে হবে ৷

বাতাসের ছড়িয়ে পড়াকে নিয়ন্ত্রণ করতে ভেন্টিলেশন, এয়ার ফিলট্রেশন, ভিড় কম করা আর ঘরে বেশি সময় কাটানো, ঘরেও মাস্ক পরে থাকা (এমনকি দুজনের মধ্য়ে দূরত্ব 6 ফুট বা 2 মিটারের মধ্যে না হলেও), মাস্কের মানের প্রতি নজর রাখা দরকার ৷ যাদের থেকে সংক্রমণ ছড়াতে পারে এরকম স্বাস্থ্যকর্মীদের জন্য উন্নত মানের পিপিই-র ব্যবস্থা করা দরকার ৷

'একবার যদি আমরা মেনে নিই যে এই ভাইরাসের অস্তিত্ব বাতাসে রয়েছে, তাহলে তা নিয়ন্ত্রণ করাটাও জেনে যাব ৷ প্রথম থেকেই এই ভাইরাসকে এয়ারবর্ন বলে মেনে নিয়ে অনেক ভাল ফল পেয়েছে, এমন বহু জায়গায় উদাহরণ রয়েছে ৷ যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত', বললেন ক্যালিফোর্নিয়া সান দিয়াগো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ-অধ্যাপক কিমবার্লে প্রাথার ৷

Last Updated : Apr 17, 2021, 11:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details