পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Stray Dog Killed: ইন্দোরে পথ কুকুরকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার 2 যুবক - Stray Dog Killed

ইন্দোরে পথ কুকুরকে কুপিয়ে মারার অভিযোগ উঠল (Stray Dog Stabbed With Knife) ৷ ঘটনায় 2 যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ জানা গিয়েছে, তাঁদের উপরে চিৎকার করত বলেই নাকি কুকুরটিকে কুপিয়ে মেরেছে ওই 2 যুবক (Stray Dog Kills by Two Youth for Barking at Them) ৷

Stray Dog Allegedly Kills by Two Youth for Barking at Them in Madhya Pradesh
Stray Dog Allegedly Kills by Two Youth for Barking at Them in Madhya Pradesh

By

Published : Nov 1, 2022, 4:51 PM IST

ইন্দোর, 1 নভেম্বর: একটি পথ কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে (Stray Dog Kills by Two Youth for Barking at Them) ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) ইন্দোরের বনগঙ্গা এলাকায় ৷ জানা গিয়েছে, কুকুরটি গত কয়েকদিন ধরে ওই 2 দুই যুবককে দেখলে চিৎকার করছিল ৷ গত রবিবার রাতেও একইভাবে তাদের উপরে চিৎকার করছিল কুকুরটি ৷ আর সেই রাগেই তাঁরা কুকুরটিকে একটি ছুরি দিয়ে কোপ মারে (Stray Dog Stabbed With Knife) ৷ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতরা জেরায় জানিয়েছে গত কয়েকদিন ধরেই কুকুরটি তাঁদের দেখলে চিৎকার করছিল ৷ রবিবার রাতেও নাকি সে ওই দুই যুবককে দেখে চিৎকার করছিল ৷ তখনই ছুরি নিয়ে কুকুরটির উপর হামলা চালায় তাঁরা (Stray Dog Killed)৷ কুকুরটিকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ ৷ ঘটনাস্থলেই কুকুরটি মারা যায় বলে পুলিশকে জানিয়েছে অভিযুক্ত দুই যুবক ৷

আরও পড়ুন:সিউড়ি পশু হাসপাতালে রক্তদান করল দুই পথ কুকুর, গ্রহীতা আরও দুই

এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় বনগঙ্গা এলাকায় ৷ খবর পৌঁছায় 'পিপল ফর অ্যানিমাল' নামে একটি বেসরকারি পশুপ্রেমী সংস্থার কাছে ৷ ওই সংস্থার সভাপতি প্রিয়াংশু জৈন এই ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ এর পরেই বনগঙ্গা পুলিশ স্টেশনে পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন ও সেই সংক্রান্ত অন্যান্য ধারায় মামলা দায়ের হয় ৷ পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে ওই দুই যুবককে গ্রেফতার করেছে ৷ জানা গিয়েছে, ধৃতদের একজনের বয়স 20 বছর এবং আরেকজনের বসয় 25 বছর ৷

ABOUT THE AUTHOR

...view details