ইন্দোর, 1 নভেম্বর: একটি পথ কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে (Stray Dog Kills by Two Youth for Barking at Them) ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) ইন্দোরের বনগঙ্গা এলাকায় ৷ জানা গিয়েছে, কুকুরটি গত কয়েকদিন ধরে ওই 2 দুই যুবককে দেখলে চিৎকার করছিল ৷ গত রবিবার রাতেও একইভাবে তাদের উপরে চিৎকার করছিল কুকুরটি ৷ আর সেই রাগেই তাঁরা কুকুরটিকে একটি ছুরি দিয়ে কোপ মারে (Stray Dog Stabbed With Knife) ৷ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, ধৃতরা জেরায় জানিয়েছে গত কয়েকদিন ধরেই কুকুরটি তাঁদের দেখলে চিৎকার করছিল ৷ রবিবার রাতেও নাকি সে ওই দুই যুবককে দেখে চিৎকার করছিল ৷ তখনই ছুরি নিয়ে কুকুরটির উপর হামলা চালায় তাঁরা (Stray Dog Killed)৷ কুকুরটিকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ ৷ ঘটনাস্থলেই কুকুরটি মারা যায় বলে পুলিশকে জানিয়েছে অভিযুক্ত দুই যুবক ৷