দেরাদুন, 5 এপ্রিল :জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে প্রাণ গেল এক যুবকের ৷ পাখির জন্য বরাদ্দ বুলেট ছিটকে মৃত্য়ু হল উত্তরাখণ্ডের বাসিন্দা সন্তোষ পাওয়ারের ৷ ঘটনার পরই বিষ খেয়ে আত্মঘাতী হলেন সন্তোষের আরও তিন বন্ধু ৷
স্থানীয় ঘনশালী থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক কুলদীপ শাহ জানিয়েছেন, গ্রাম লাগোয়া জঙ্গলে পাখি শিকার করতে গিয়েছিল সাতজনের একটি দল ৷ প্রত্য়েকেরই বয়স 18 থেকে 23 বছরের মধ্যে ৷ সাতজনই তেহরি জেলার ভিলঙ্গনার কুন্দি গ্রামের বাসিন্দা ৷ সেই সময়েই ঘটে যায় দুর্ঘটনা ৷ এক যুবকের হাতে ধরে থাকা রাইফেল থেকে হঠাৎই গুলি ছিটকে বেরোয় ৷ তাতেই প্রাণ যায় 19 বছরের সন্তোষ পাওয়ারের ৷