পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Viral Leave Applications: মায়ের মৃত্যুর ভবিষ্যদ্বাণী থেকে সম্ভাব্য পেটব্যথা, ছুটির আবেদনে আজব সব কারণ ভাইরাল! - বিহার

আজব সমস্ত কারণ দেখিয়ে ক্য়াসুয়াল লিভ (Casual Leave) নেওয়ার আবেদন জানান বিহারের স্কুলশিক্ষকরা ৷ সেইসব আবেদনপত্রই এখন ভাইরাল (Viral Leave Applications) সোশাল মিডিয়ায় (Social Media) ৷

strange reasons of Leave Applications by school teachers from Bihar goes Viral on Social Media
Viral Leave Applications: মায়ের মৃত্যুর ভবিষ্যণবাণী থেকে সম্ভাব্য পেটব্যথা, ছুটির আবেদনে আজব সব কারণ !

By

Published : Dec 2, 2022, 8:22 PM IST

পটনা, 2 ডিসেম্বর:ক্য়াসুয়াল লিভ (Casual Leave) নিয়ে সরকারি এক নির্দেশিকা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে পড়শি রাজ্য বিহারে (Bihar) ৷ শোনা যাচ্ছে, নয়া নির্দেশিকা নিয়ে একটুও খুশি নন শিক্ষক, শিক্ষিকারা ৷ তাঁরা খোলাখুলি এর প্রতিবাদও জানাচ্ছেন ৷ তারই মধ্যে সামনে এল এক আজব ঘটনা পরম্পরা ৷ সূত্রের দাবি, ছুটি আদায় করতে বিহারের স্কুলের শিক্ষক, শিক্ষিকারা নাকি অদ্ভূত সব কারণ দেখান ! তেমনই কিছু ছুটির আবেদন ভাইরাল (Viral Leave Applications) হয়েছে সোশাল মিডিয়ায় (Social Media) ৷

সূত্রের দাবি, এমনই একটি ছুটির আবেদনে, এক শিক্ষক তাঁর মায়ের মৃত্যুর 'ভবিষ্যদ্বাণী' করেছেন ! ওই ব্যক্তি ছুটির আবেদনপত্রে লিখেছেন, "আগামী এক সপ্তাহের মধ্যে যে কোনও দিন আমার মায়ের মৃত্যু হতে পারে ! তাই আমার ছুটিতে যাওয়া দরকার ৷" আর এক আবেদনকারী আবার দাবি করেছেন, "আজ থেকে ঠিক চারদিন পর আমার পেটে ব্যথা হতে পারে ৷ কারণ, তার ঠিক আগেই বিয়েবাড়ি আছে ৷ সেখানে আমি অনেক খেয়ে ফেলতে পারি ৷ আর তাতেই আমার পেটে ব্যথা হতে পারে !"

আরও পড়ুন:মেডিক্যাল পড়ুয়া-চিকিৎসকদের পোশাক ফতোয়া ! পরা যাবে না জিনস!

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন বেশ কিছু ছুটির আবেদনপত্র ৷ যা নিয়ে রীতিমতো ঠাট্টা-তামাশা শুরু করেছেন নেটনাগরিকরা ৷ কিন্তু এতে বিহার সরকারের মাথাব্যথা সত্যিই বাড়ছে ৷ এমন সমস্ত আজব কারণ দেখিয়ে সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ছুটি চাইছেন যে তাতে বিরক্ত সংশ্লিষ্ট প্রশাসন ৷

এই পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ করেছে বিহারের শিক্ষা দফতর (Education Department) ৷ একটি নয়া নির্দেশিকা জারি করেছে তারা ৷ তাতে বলা হয়েছে, এবার থেকে যখন-তখন, ইচ্ছা মতো আর ক্যাসুয়াল লিভ নেওয়া যাবে না ৷ তার জন্য অন্তত তিনদিন আগে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে ৷ তারপর কর্তৃপক্ষ বিবেচনা করে ছুটি মঞ্জুর করলে তবেই ছুটি নেওয়া যাবে ৷ ভাগলপুরের মুঙ্গের এবং বাঁকরা জেলায় এই নির্দেশিকা আপাতত জারি করা হয়েছে ৷ তারপর থেকেই সরকারের সমালোচনায় সরব হয়েছেন সরকারি স্কুলে কর্মরত শিক্ষক, শিক্ষিকারা ৷ এরই মাঝে সোশাল মিডিয়ায় ভাইরাল হল আজব সব ছুটির আবেদন ৷

ABOUT THE AUTHOR

...view details