পটনা, 2 ডিসেম্বর:ক্য়াসুয়াল লিভ (Casual Leave) নিয়ে সরকারি এক নির্দেশিকা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে পড়শি রাজ্য বিহারে (Bihar) ৷ শোনা যাচ্ছে, নয়া নির্দেশিকা নিয়ে একটুও খুশি নন শিক্ষক, শিক্ষিকারা ৷ তাঁরা খোলাখুলি এর প্রতিবাদও জানাচ্ছেন ৷ তারই মধ্যে সামনে এল এক আজব ঘটনা পরম্পরা ৷ সূত্রের দাবি, ছুটি আদায় করতে বিহারের স্কুলের শিক্ষক, শিক্ষিকারা নাকি অদ্ভূত সব কারণ দেখান ! তেমনই কিছু ছুটির আবেদন ভাইরাল (Viral Leave Applications) হয়েছে সোশাল মিডিয়ায় (Social Media) ৷
সূত্রের দাবি, এমনই একটি ছুটির আবেদনে, এক শিক্ষক তাঁর মায়ের মৃত্যুর 'ভবিষ্যদ্বাণী' করেছেন ! ওই ব্যক্তি ছুটির আবেদনপত্রে লিখেছেন, "আগামী এক সপ্তাহের মধ্যে যে কোনও দিন আমার মায়ের মৃত্যু হতে পারে ! তাই আমার ছুটিতে যাওয়া দরকার ৷" আর এক আবেদনকারী আবার দাবি করেছেন, "আজ থেকে ঠিক চারদিন পর আমার পেটে ব্যথা হতে পারে ৷ কারণ, তার ঠিক আগেই বিয়েবাড়ি আছে ৷ সেখানে আমি অনেক খেয়ে ফেলতে পারি ৷ আর তাতেই আমার পেটে ব্যথা হতে পারে !"