কালাবুর্গি (কর্নাটক), 27 নভেম্বর: বিরল প্রজাতির এবং বিশালাকৃতির মাছ ধরা পড়েছে জালে ৷ ঘটনাটি ঘটেছে কর্নাটকের কালাবুর্গির চিনচোলি তালুকের নাগারা জলাধারে ৷ মাছটিকে দেখতে অনেকটা 'এল মাছে'র (Eel Fish) মতো ৷ এই মাছটি সাধারণ ইউরোপের দেশগুলিতে এবং নিউজিল্যান্ডের পাওয়া যায় (rare giant size fish has been found in Nagara reservoir of Chincholi taluk of Kalaburagi district) ৷
মাছটির গায়ের রং খয়েরি ৷ 6 ফুট দীর্ঘ মাছটির ওজন 13 কেজি ৷ মৎস্যজীবী ঈশ্বরের জালে ওঠে এই বিশাল মাছটি ৷ মাছটির শরীরে কোনও শিরদাঁড়া নেই ৷ তবে তাঁরা জানতেন না মাছটি সচরাচর পাওয়া যায় না অর্থাৎ বিরল ৷ তাই সাধারণ মাছের মতোই কেটে সেটি বিক্রি করে দেন মৎস্যজীবীরা ৷
আরও পড়ুন: দিঘায় দেখা মিলল বিরল প্রজাতির চিরুনি ফাল মাছের
সমভূমি অঞ্চলে এই মাছ পাওয়াটা একটা বিরলতম ঘটনা ৷ এই প্রথম কর্নাটকের এমন কোনও মাছ জালে ধরা পড়ল ৷ তবে এই মাছ খাওয়া যায় কি না, তা জানতে গবেষণা করতে হবে ৷