পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Teachers Day 2023: নিজে দৃষ্টিহীন হয়েও শিক্ষার আলো দেখাচ্ছেন এই শিক্ষক - Teachers Day 2023

শিক্ষকই পথ দেখায় আগামীকে ৷ সে যতই তাঁর জীবনে নেমে আসুক অন্ধকার ৷ তেমনই এক শিক্ষক হলেন মধ্যপ্রদেশের বুরহানপুরের রামলাল ভিলভেকর ৷ তিনি নিজে দৃষ্টিশক্তিহীন হয়েও ভবিষ্যত গড়ছেন কয়োকশো পড়য়ার ৷

Teacher of Madhya Pradesh
রামলাল ভিলাভেকর

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 9:36 PM IST

বুরহানপুর(মধ্যপ্রদেশ), 5 সেপ্টেম্বর: তিনি নিজে কোনওদিন পৃথিবীর আলো দেখেননি ৷ তবে শিক্ষার আলোয় আলোকিত করে চলেছেন কয়েকশো পড়ুয়ার জীবন ৷ চলুন আজ শিক্ষক দিবস উপলক্ষে এমনই একজন শিক্ষকের সঙ্গে পরিচয় করি ৷ তিনি মধ্যপ্রদেশের বুরহানপুরের রামলাল ভিলভেকর । যিনি তাঁর দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছেন । গত 25 বছরে শত শত শিক্ষার্থী তাঁর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে এবং পরে সমাজে নামও করেছে তারা ।

শহর থেকে আট কিলোমিটার দূরে ফতেপুর গ্রামে অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৷ সেখানেই এই দৃষ্টিহীন শিক্ষক পড়ান । মজার ব্যাপার হল বিদ্যালয়ের সব শিক্ষার্থীই স্বাভাবিকভাবে দেখতে, বলতে ও শুনতে পায় ৷ তবে তাদের যিনি পড়ান তিনি দেখতে পান না ৷ তবে তাও মনের শক্তি দিয়ে ছোটদের ভবিষ্যত গড়ে চলেছেন তিনি ৷ শিক্ষক রামলাল ভিলাভেকরের জীবন কাহিনী খুবই মর্মস্পর্শী ৷

পড়ুয়াদের শিক্ষার আলোয় আলোকিত করছেন এই শিক্ষক

তিনি বলেন, "আমি জন্ম থেকেই দেখতে পাই না ৷ কিন্তু আমি সাহস হারাইনি ৷ আমার মা এবং বাবা আমাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ৷ তবে আমি নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই ৷ আমি আমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করি এবং পড়াশোনা চালিয়ে যাই । পরে আমার এই উদ্যম দেখে মা ও বাবাও সাহস পান ৷ তারা আমাকে পূর্ণ সমর্থন করেন ৷ ফলস্বরূপ আমি 1998 সালে শিক্ষক হিসাবে চাকরি পেয়েছি ৷ তখন থেকে আমি শিক্ষাক্ষেত্রে আমার পরিষেবা দিয়ে যাচ্ছি ।"

তাঁর কথায়, প্রথম দিকে শিক্ষার্থীদের পড়াতে গিয়ে অসুবিধা পরতে হয়েছিল তাঁকে ৷ কিন্তু ধীরে ধীরে সেখানে ব্রেইল বর্ণমালার মাধ্যমে পড়ানো শুরু হয় ৷ এখন সরকার ব্রেইল বইও সরবরাহ করছে ৷ এতে পড়ানো সহজতর হয়েছে ৷ এখন তিনি সাধারণ শিক্ষকদের মতোই পড়ান । রামলাল ভিলাভেকরের অনেক শিক্ষার্থীই এখন উচ্চশিক্ষা গ্রহণ করছেন ।

আরও পড়ুন:শিক্ষক দিবসের শুভেচ্ছা মোদি-শাহ-মমতার, প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণকে শ্রদ্ধাজ্ঞাপন

এই শিক্ষক বলেন, "আমি 25 বছর ধরে শিক্ষাক্ষেত্রে আছি ৷ আমি আমার পড়াশোনা শেষ করতে ব্রেইল পদ্ধতি ব্যবহার করেছি ৷ উচ্চ মাধ্যমিক পর্যন্ত ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করেছি ৷ তারপর ডিএড করেছি । আমিও খুব তাড়াতাড়ি শিক্ষক হওয়ার সুযোগ পেয়েছি ৷ আমি শিক্ষার্থীদের শেখানোর জন্যও ব্রেইল বর্ণমালার বই ব্যবহার করি ।"

ABOUT THE AUTHOR

...view details