বুরহানপুর(মধ্যপ্রদেশ), 5 সেপ্টেম্বর: তিনি নিজে কোনওদিন পৃথিবীর আলো দেখেননি ৷ তবে শিক্ষার আলোয় আলোকিত করে চলেছেন কয়েকশো পড়ুয়ার জীবন ৷ চলুন আজ শিক্ষক দিবস উপলক্ষে এমনই একজন শিক্ষকের সঙ্গে পরিচয় করি ৷ তিনি মধ্যপ্রদেশের বুরহানপুরের রামলাল ভিলভেকর । যিনি তাঁর দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছেন । গত 25 বছরে শত শত শিক্ষার্থী তাঁর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে এবং পরে সমাজে নামও করেছে তারা ।
শহর থেকে আট কিলোমিটার দূরে ফতেপুর গ্রামে অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৷ সেখানেই এই দৃষ্টিহীন শিক্ষক পড়ান । মজার ব্যাপার হল বিদ্যালয়ের সব শিক্ষার্থীই স্বাভাবিকভাবে দেখতে, বলতে ও শুনতে পায় ৷ তবে তাদের যিনি পড়ান তিনি দেখতে পান না ৷ তবে তাও মনের শক্তি দিয়ে ছোটদের ভবিষ্যত গড়ে চলেছেন তিনি ৷ শিক্ষক রামলাল ভিলাভেকরের জীবন কাহিনী খুবই মর্মস্পর্শী ৷
তিনি বলেন, "আমি জন্ম থেকেই দেখতে পাই না ৷ কিন্তু আমি সাহস হারাইনি ৷ আমার মা এবং বাবা আমাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ৷ তবে আমি নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই ৷ আমি আমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করি এবং পড়াশোনা চালিয়ে যাই । পরে আমার এই উদ্যম দেখে মা ও বাবাও সাহস পান ৷ তারা আমাকে পূর্ণ সমর্থন করেন ৷ ফলস্বরূপ আমি 1998 সালে শিক্ষক হিসাবে চাকরি পেয়েছি ৷ তখন থেকে আমি শিক্ষাক্ষেত্রে আমার পরিষেবা দিয়ে যাচ্ছি ।"