নয়াদিল্লি, 4 জুন:বালাসোরের ট্রেন দুর্ঘটনা নিয়ে বিরোধীদের রাজনীতি না-করার পরামর্শ দিল বিজেপি ৷ বিরোধীদের সমালোচনা জবাবে রবিবার ইউপিএ জমানার রেলমন্ত্রীদের প্রসঙ্গ তুলেছে কেন্দ্রের শাসকদল ৷ এদিন বিজেপি এর আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি টুইট করে কিছু তথ্য তুলে ধরে লালুপ্রসাদ যাদব, নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দেশের প্রাক্তন রেলমন্ত্রীদের বিঁধেছেন ৷ তাঁর আরও সাফাই, বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বাধীনতা পরবর্তী 75 বছরে দেশের সবথেকে যোগ্যতাসম্পন্ন রেলমন্ত্রী ৷
উল্লেখ্য, ওড়িশের বালাসোরে শুক্রবার সন্ধ্যায় তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ৷ একটি মালগাড়ি, করমণ্ডল এক্সপ্রেস ও যশবন্তপুর এক্সপ্রেসের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় 75 জনের মৃত্যু হয়েছে আহতের সংখ্যা হাজারেরও বেশি ৷ এই ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতি ও যাত্রী সুরক্ষাকে অবহেলা করার অভিযোগ তুলেছে বিরোধীরা ৷ বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেছে কংগ্রেস ৷
এই প্রসঙ্গেই কংগ্রেসকে বিঁধেছেন অমিত মালব্য ৷ রবিবার টুইটে তিনি লেখেন,"বালাসোরের দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে রাজনীতি করা বন্ধ হোক ৷ কারণ ইউপিএ জমানার রেলমন্ত্রীদের কার্যকাল কোনও বিপর্যয়ের থেকে কম ছিল না ৷ আমাদের রাজনীতি ভুলে এখন উদ্ধারকাজ, সহায়তা ও জনজীবন ও রেলকে ফের লাইনে ফেরানোর দিকে মন দেওয়া উচিত ৷ "
আরও পড়ুন:রেলকে বেচে দেওয়ার ছক কষছে কেন্দ্র, বালাসোর বিপর্যয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত মমতা
একইসঙ্গে এদিন দেশের প্রাক্তন রেলমন্ত্রীদের আমলে ঘটা দুর্ঘটনার কথাও তুলে ধরেছেন মালব্য ৷ তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রেলে 54টি সংঘর্ষ ও 839টি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে ৷ প্রাণ হারান 1 হাজার 451 জন ৷ লালুপ্রসাদ যাদবের সময় 1 হাজার 1159 জন ও নীতীশ কুমারের সময় 1 হাজার 527 জন প্রাণ হারান ৷ উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ টু জমানায় রেলমন্ত্রী ছিলেন ৷ লালুপ্রসাদ যাদব ইউপিএ 1 ও নীতীশ কুমার অটলবিহারী বাজপেয়ীর সরকারে রেলমন্ত্রী ছিলেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মৃতদেহের উপর দাঁড়িয়ে রাজনীতি করার অভিযোগ করেছে বিজেপি ৷ উল্লেখ্য, শনিবার বালাসোরে ঘটনাস্থলে গিয়ে এই দুর্ঘটনায় রেলের গাফিলতি ও সমন্বয়ের অভাবের দিকে ইঙ্গিত করেছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷