নয়াদিল্লি, 30 এপ্রিল: আদালতের মৌখিক পর্যবেক্ষণের খবর করা থেকে বিরত থাকুক সংবাদমাধ্যম ৷ এই আর্জি জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে আবেদন করল নির্বাচন কমিশন ৷ কোভিড বৃদ্ধির জন্য কমিশনকে দায়ী করে মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণের খবর ছড়িয়ে পড়ার পর তাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেও মত কমিশনের ৷
দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়-বাড়ন্তের জন্য দায়ী নির্বাচন কমিশন ৷ গত কয়েক মাস ধরে কোভিড প্রোটোকল না-মেনে চলা প্রচার বন্ধ না-করে, কমিশন সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন প্রতিষ্ঠানের মতো কাজ করেছে ৷ এ জন্য কমিশনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত ৷ গত 26 এপ্রিল এমনই পর্যবেক্ষণ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট ৷ প্রয়োজনে 2 মে গণনা বন্ধ করে দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছিল আদালত ৷ নির্বাচন কমিশনকে তুলোধোনা করে প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সেন্থিলকুমার রামামূর্তির বেঞ্চ বলে, "আজ আমরা যে অবস্থায় রয়েছি, তার জন্য দায়ী একমাত্র আপনাদের প্রতিষ্ঠান (নির্বাচন কমিশন) ৷ কোভিড প্রোটোকল মেনে চলার জন্য আদালতের নির্দেশ থাকলেও রাজনৈতিক দলগুলি যখন তা না-মেনেই প্রচার চালিয়েছেন, তখন আপনারা কোনও পদক্ষেপ করেননি ৷"