পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সিঙ্গাপুরের নতুন স্ট্রেনে শিশুদের আক্রান্তের আশঙ্কা, বিমান বন্ধের আবেদন কেজরিওয়ালের - শিশুরা সংক্রমিত হতে পারে

সিঙ্গাপুরের নয়া কোভিড স্ট্রেনে শিশুরা সংক্রিমত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে এই অনুরোধ করেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷

stop-flights-from-singapore-arvind-kejriwal-appeals-to-centre-over-new-covid-strain
stop-flights-from-singapore-arvind-kejriwal-appeals-to-centre-over-new-covid-strain

By

Published : May 18, 2021, 3:05 PM IST

Updated : May 18, 2021, 3:21 PM IST

নয়া দিল্লি, 18 মে : সিঙ্গাপুরের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করুন ৷ কেন্দ্রকে অনুরোধ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৷ সিঙ্গাপুরের নয়া কোভিড স্ট্রেনে শিশুরা সংক্রিমত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে এই অনুরোধ করেছেন কেজরিওয়াল ৷

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী টুইট করে জানান, সিঙ্গাপুরের নতুন স্ট্রেন শিশুদের জন্য বিপজ্জনক ৷ যা করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণ হয়ে উঠতে পারে ৷ এই অবস্থায় দ্রুত সিঙ্গাপুর থেকে আসা বিমানে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন ৷

অরবিন্দ কেজরিওয়াল হিন্দিতে টুইট করেন, "করোনার যে নতুন স্ট্রেন সিঙ্গাপুরে পাওয়া গেছে তা শিশুদের জন্য বিপজ্জনক ৷ এই স্ট্রেন করোনার তৃতীয় ঢেউয়ের কারণ হয়ে উঠতে পারে ৷ কেন্দ্রীয় সরকারের কাছে আমার অনুরোধ, দ্রুত সিঙ্গাপুরেরে সঙ্গে বিমান সংযোগ বিচ্ছিন্ন করা হোক ৷ " এইসঙ্গে কেজরিওয়ালের অনুরোধ, "শিশুদের জন্যও ভ্যাকসিন বা বিকল্প ব্যবস্থা করা হোক ৷"

Last Updated : May 18, 2021, 3:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details