পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Stone Pelted on Vande Bharat: বন্দে ভারত লক্ষ্য করে এবার পাথর উড়ে এল কেরলে, জানালায় ফাটল - বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর

দেশের একাধিক রাজ্যে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন হচ্ছে ৷ আর তারপরই ট্রেনগুলিকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা সামনে আসছে ৷ এবার কেরলের মালাপ্পুরম স্টেশনের কাছে হাইস্পিড ট্রেনের উপর আক্রমণের ঘটনা ঘটল ৷

Vande Bharat Express
বন্দে ভারত এক্সপ্রেস

By

Published : May 2, 2023, 7:13 AM IST

মালাপ্পুরম, 2 মে: ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটল ৷ এবার ঘটনাস্থল কেরলের মালাপ্পুরম স্টেশন নিকটবর্তী কোনও এলাকা ৷ দক্ষিণ রেলওয়ের আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার বিকেল নাগাদ ট্রেনটি তিরুর স্টেশন ছাড়ার পর কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এক্সপ্রেস ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়ে ৷ ট্রেনটি সে সময় তিরুর এবং তিরুনাভায়ার মধ্যে ছিল এবং মালাপ্পুরম স্টেশনের কাছে ৷ ট্রেনটি তিরুবনন্তপুরম থেকে কাসারগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৷ দক্ষিণ রেলওয়ে জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি ৷ তবে ট্রেনের একটি বগির জানালায় ফাটল ধরেছে ৷ পুলিশ একটি মামলা দায়ের করেছে ৷

25 এপ্রিল তিরুঅনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন ৷ পথচলা শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যেই এই ঘটনা ৷ তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে তিরুর পুলিশ ৷ ইতিমধ্যে আরপিএফও একটি মামলা রুজু করেছে ৷ স্থানীয় থানার দেওয়া তথ্য অনুযায়ী শোরনুরে একটি প্রাথমিক তদন্ত করা হয় ৷ জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের বড়সড় কোনও ক্ষতি হয়নি ৷ রেল সূত্রে খবর, বন্দে ভারতে আক্রমণের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে ৷

এর আগে 6 এপ্রিল বিশাখাপত্তনমে বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে ৷ গত তিন মাসে এই নিয়ে তৃতীয়বার আক্রান্ত হল এই হাইস্পিড ট্রেন ৷ জানুয়ারিতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল ৷ সে সময়ও পাথর ছোড়া হয় ৷ 12 মার্চ পশ্চিমবঙ্গেও বন্দে ভারত এক্সপ্রেসে একই ঘটনা ঘটেছে ৷ পূর্ব রেলওয়ে একটি বিবৃতিতে জানিয়েছিল, পাথরের আঘাতে হাইস্পিড ট্রেনটির জানালায় ফাটল ধরেছে ৷ 2023 সালের জানুয়ারিতে রেলওয়েল প্রোটেকশন ফোর্স বা আরপিএফ জানিয়েছিল, দার্জিলিংয়ের ফাঁসিদেওয়ার কাছে দু'টি কোচকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় ৷ ওই মাসে বন্দে ভারত এক্সপ্রেসে আক্রমণের এটি দ্বিতীয় ঘটনা ৷ দেশের বিভিন্ন জায়গায় বন্দে ভারত এক্সপ্রেস চলাকালীন তার উপর হামলার ঘটনা ঘটে চলেছে ৷ রেল পুলিশের তরফে সাজার কথা ঘোষণা করলেও আক্রমণের ঘটনা কমছে না ৷ যা উদ্বেগজনক ৷

আরও পড়ুন: গতিবেগ 130 কিমি ! সফল হাওড়া-পুরী বন্দে ভারতের ট্রায়াল রান

ABOUT THE AUTHOR

...view details