মালাপ্পুরম, 2 মে: ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটল ৷ এবার ঘটনাস্থল কেরলের মালাপ্পুরম স্টেশন নিকটবর্তী কোনও এলাকা ৷ দক্ষিণ রেলওয়ের আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার বিকেল নাগাদ ট্রেনটি তিরুর স্টেশন ছাড়ার পর কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এক্সপ্রেস ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়ে ৷ ট্রেনটি সে সময় তিরুর এবং তিরুনাভায়ার মধ্যে ছিল এবং মালাপ্পুরম স্টেশনের কাছে ৷ ট্রেনটি তিরুবনন্তপুরম থেকে কাসারগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৷ দক্ষিণ রেলওয়ে জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি ৷ তবে ট্রেনের একটি বগির জানালায় ফাটল ধরেছে ৷ পুলিশ একটি মামলা দায়ের করেছে ৷
25 এপ্রিল তিরুঅনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন ৷ পথচলা শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যেই এই ঘটনা ৷ তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে তিরুর পুলিশ ৷ ইতিমধ্যে আরপিএফও একটি মামলা রুজু করেছে ৷ স্থানীয় থানার দেওয়া তথ্য অনুযায়ী শোরনুরে একটি প্রাথমিক তদন্ত করা হয় ৷ জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের বড়সড় কোনও ক্ষতি হয়নি ৷ রেল সূত্রে খবর, বন্দে ভারতে আক্রমণের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে ৷