পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Vande Bharat Express: উদ্বোধনের আগেই বিশাখাপত্তনমে পাথর ছোড়ায় কাঁচ ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের

পশ্চিমবঙ্গের পর এবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) পাথর ছোড়ার ঘটনা ঘটল। বুধবার সন্ধ্যায় বিশাখাপত্তনমে বন্দে ভারত এক্সপ্রেসের উপর পাথরের হামলায় এক্সপ্রেসের কামরার একটি জানলার কাঁচ ভেঙে গিয়েছে বলে রেলের দাবি।

Vande Bharat Express
বন্দে ভারত এক্সপ্রেস

By

Published : Jan 11, 2023, 11:12 PM IST

বিশাখাপত্তনমে কাঁচ ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের

বিশাখাপত্তনম, 11 জানুয়ারি: শুরুই হল না যাত্রা ! তার আগেই বন্দে ভারতে (Vande Bharat Express)হামলা ৷ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের পরে এবার অন্ধ্রপ্রদেশ! আবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা উঠল। আগামী 19 জানুয়ারি অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম থেকে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার এক সপ্তাহ আগেই ঘটল বিপত্তি।

বুধবার সন্ধ্যায় বিশাখাপত্তনমে বন্দে ভারত এক্সপ্রেসের উপর পাথর হামলায় কামরার একটি জানলার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রেলের তরফে দাবি করা হয়েছে ৷ এদিন বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণ চলছিল ৷ সেই সময় ঘটনাটি ঘটে। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কে কারা এই কাজ করেছে তা জানতে সিসিটিভি ফুটেজ দেখা হবে ৷ ইতিমধ্যে পাথর ছোড়ার ঘটনায় আরপিএফ অভিযুক্ত ব্যক্তিদের তল্লাশি চালাচ্ছে । এদিন ট্রায়াল রান শেষ হওয়ার পর, বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন থেকে কাঞ্চরাপালেমের রেলওয়ের রক্ষণাবেক্ষণ কেন্দ্রে যাচ্ছিল ওই বন্দে ভারত ট্রেনটি। সে কারণে ট্রেনে কোনও যাত্রী ছিলেন না।

বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আরও জানান, অভিযুক্তেদর পুলিশ খুঁজে পাবেন ঠিকই ৷ তারা ধরা পড়লেই শাস্তি দেওয়া হবে। তিনি এদিন আবেদন জানিয়ে বলেন, "এই ধরনের কাজ করবেন না। জানালার কাঁচের আনুমানিক খরচ প্রায় এক লাখ টাকা ৷" এর আগে চলতি সপ্তাহতেই মালদার কাছে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুড়ে বন্দে ভারত এক্সপ্রেসের জানালার কাঁচ ভেঙে দেওয়া হয় ৷

আরও পড়ুন:বন্দে ভারতে চতুর্থবার ছোড়া হল পাথর, এবার বোলপুরে !

উল্লেখ্য, সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন থেকে আগামী 19 তারিখ এই বন্দে ভারত এক্সপ্রেসটির যাত্রার সূচনা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনমের মধ্যে চলাচল করবে এই বন্দে ভারত ট্রেনটি। সময় লাগার কথা প্রায় আট ঘণ্টা। মাঝে স্টপ দেওয়া হব ওয়ারাঙ্গল, খাম্মাম, বিজয়ওয়াড়া এবং রাজামুন্দ্রিতে। এটি ভারতের অষ্টম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন হতে চলেছে। এর আগের বন্দে ভারত ট্রেনটি চালু হয়েছে পশ্চিমবঙ্গে। হাওড়া থেকে এনজেপি স্টেশনের মধ্যে চলাচল করছে ট্রেনটি। গত কয়েকদিনে এই ট্রেনটিতেও বেশ কয়েকবার পাথর ছোড়া হয়েছে। ভেঙে গিয়েছে জানলার কাঁচ ৷

ABOUT THE AUTHOR

...view details