পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

stolen watch of maradona recovered : অসমে উদ্ধার মারাদোনার চুরি যাওয়া ঘড়ি, গ্রেফতার যুবক

প্রয়াত ফুটবল তারকা দিয়েগো মারাদোনার ঘড়িটি ওয়াজিদ হুসেন নামে একজন চুরি করেছিল বলে অভিযোগ ৷ দুবাই থেকে ঘড়িটি চুরি হয়েছিল বলে জানা গিয়েছে (Diego Maradona watch stolen from Dubai) ৷

stolen watch of diego maradona recovered from assam one person arrest
stolen watch of maradona recovered : অসমে উদ্ধার মারাদোনার চুরি যাওয়া ঘড়ি, গ্রেফতার যুবক

By

Published : Dec 11, 2021, 1:36 PM IST

Updated : Dec 11, 2021, 3:01 PM IST

গুয়াহাটি, 11 ডিসেম্বর :দুবাই থেকে চুরি গিয়েছিল দিয়েগো মারাদোনার ঘড়ি ৷ শনিবার সেই ঘড়ি উদ্ধার হল অসমের শিবসাগর জেলায় (stolen watch of maradona recovered) ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেফতার করেছে ৷ ধৃতের নাম ওয়াজিদ হুসেন ৷

অভিযুক্ত যুবক সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে 2016 সাল থেকে একটি সংস্থায় নিরাপত্তরক্ষীর কাজ করতেন ৷ তিনি যেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সেখানেই রাখা ছিল আর্জেন্টিনার ওই প্রয়াত তারকা ফুটবলারের ব্যবহৃত সামগ্রী ৷

পুলিশের অনুমান, কাজ করার সময়ই মারাদোনার ঘড়িটি চুরি করেন অভিযুক্ত ৷ যদিও ওয়াজিদ পুলিশকে জানিয়েছেন যে, ঘড়িটি তাঁকে ডেরেক নামে একজন দিয়েছিলেন ৷ তিনি নাইজেরিয়ার নাগরিক ৷ তিনিও সেখানে নিরাপত্তারক্ষীর কাজ করতেন ৷

অসম পুলিশের ডিজি ভাস্করজ্যোতি মহন্ত জানান, কিছুদিন কাজ করার পর অভিযুক্ত যুবক গত অগস্টে ছুটিতে বাড়ি আসেন ৷ বাড়িতে বাবা অসুস্থ, এই কারণ দেখিয়ে তিনি ছুটি নিয়েছিলেন ৷

এর পর থেকে ওয়াজিদকে খুঁজছিল দুবাই পুলিশ ৷ তার পর তাঁরা যোগাযোগ করে অসম পুলিশের সঙ্গে ৷ তাঁর সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয় ৷ সেই মতো শনিবার ভোর চারটে নাগাদ ওয়াজিদের বাড়িতে হানা দেয় অসম পুলিশ ৷ তাঁর কাছ থেকেই ঘড়িটি উদ্ধার হয় ৷ পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷

আরও পড়ুন :cuban woman accuses maradona of rape : মৃত্যুর পরও বিতর্কে মারাদোনা, দু’দশক আগের ধর্ষণের অভিযোগে সরব যুবতী

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, আন্তর্জাতিক সহযোগিতায় দুই দেশের পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য এসেছে ৷ অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷

Last Updated : Dec 11, 2021, 3:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details