মথুরা, 29 অগস্ট: মথুরা জংশন থেকে চুরি যাওয়া শিশুর হদিশ (Mathura Stolen Child Found) পাওয়া গেল বিজেপির কাউন্সিলরের বাড়িতে ৷ গত 24 অগস্ট 7 মাসের ওই শিশুকে মথুরা জংশনের 4নং প্ল্যাটফর্ম থেকে তুলে নিয়ে যায় এক ব্যক্তি ৷ এরপর শিশুটিকে ফিরোজাবাদের বিজেপি নেত্রী বিনীতা আগরওয়ালের বাড়ি থেকে পাওয়া গিয়েছে (Stolen Child Founds at BJP Leader House) ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, বাচ্চাটিকে 1 লক্ষ টাকা দিয়ে শিশু চুরির গ্যাংয়ের থেকে কেনা হয়েছিল ৷ এই প্রসঙ্গে ফিরোজাবাদ বিজেপি নেতৃত্বের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷ এখনও পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, গত 24 অগস্ট মহিলা তাঁর 7 মাসের সন্তানকে নিয়ে মথুরা স্টেশনের 4 নং প্ল্যাটফর্মে (Mathura Railway station) শুয়ে ছিলেন ৷ মহিলার ঘুমিয়ে ছিলেন সেই সুযোগে এক ব্য়ক্তি শিশুটিকে সেখান থেকে তুলে নিয়ে যায় ৷ স্টেশনের সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরাও পড়ে ৷ মহিলার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে নেমে স্টেশনের ভিতরের ও বাইরের সিসিটিভি ফুটেজ খুটিয়ে দেখা হয় । এরপরই শিশুটিকে ফিরোজাবাদ থেকে উদ্ধার করে পুলিশ ৷ ঘটনায় 2 মহিলা-সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে ৷