দিল্লি, 30 জানুয়ারি : বিতর্কিত কৃষি আইন 18 মাসের জন্য স্থগিত করতে রাজি কেন্দ্রীয় সরকার ৷ আজ একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে তিনি বলেন, সাধারণতন্ত্র দিবসের দিনে কৃষকদের ট্র্যাক্টর ব়্যালিতে হিংসার ঘটনায় পর এক সপ্তাহ ধরে চলা অচলাবস্থা কাটাতে আলোচনায় বসতে রাজি সরকার ।
আগে নয় দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর সরকারের তরফে কৃষকদের কৃষি আইন বাস্তবায়নের উপর 18 মাস স্থগিতের প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ কিন্তু কৃষকরা সেই প্রস্তাব মানতে রাজি হয়নি ৷ মোট 11 দফার আলোচনার পরও তৃতীয়বার এই প্রস্তাবে রাজি হননি কৃষকরা ৷ এরপর কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, ‘‘ বল এখন কৃষকদের কোর্টে ৷ আমরা কৃষকদের আইন প্রত্যাহার করা ছাড়া অন্য পথ প্রস্তাব করার কথা বলেছি ৷ যদি তাঁদের কাছে আমাদের থেকে কিছু ভালো প্রস্তাব থেকে থাকে ৷’’