পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

STF raids Jharkhand arms factory: ক্রেতা সেজে ঝাড়খণ্ডের আগ্নেয়াস্ত্র কারখানায় হানা কলকাতা পুলিশের এসটিএফের - STF raids Jharkhand arms factory in disguise of buyer

ক্রেতা সেজে দুমকার একটি আগ্নেয়াস্ত্র কারখানায় হানা পুলিশের এসটিএফের গোয়েন্দাদের (Jharkhand arms factory in disguise of buyer) ৷ মহিলা-সহ 6 জন গ্রেফতার ৷

STF raids Jharkhand arms factory
ঝাড়খন্ডের আগ্নেয়াস্ত্র কারখানায় হানা

By

Published : Apr 3, 2022, 2:50 PM IST

Updated : Apr 3, 2022, 3:18 PM IST

কলকাতা, 3 এপ্রিল: ক্রেতা সেজে ঝাড়খণ্ডের দুমকায় এক আগ্নেয়াস্ত্র কারখানায় হানা দিল কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা (Jharkhand arms factory in disguise of buyer)। সেখান থেকে গ্রেফতার করা হল 6 জনকে ৷
জানা গিয়েছে, কিছুদিন আগেই কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা শেক মকবুল ওরফে রাজেন্দ্র কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে । তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে উঠে আসে একাধিক তথ্য। জানা যায়, ঝাড়খণ্ডের দুমকায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা আছে। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র একাধিক জেলায় ছড়ানো হচ্ছে। এরপরেই কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা শেক মকবুলকে সঙ্গে নিয়ে আগ্নেয়াস্ত্র কেনার খদ্দের সেজে হানা দেয় দুমকার ওই কারখানায়। এরপরে সেখানকার পুলিশের সাহাজ্যে এক মহিলা-সহ মোট 6 জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা। ধৃতদের নাম মহম্মদ সনু সুদ, বিট্টু কুমার, মহম্মদ মিরাজ আলম, মহম্মদ তেবরাজ, মহম্মদ মুজাহিদিন ও রাই দেবী। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা।

আরও পড়ুন : Railway Accident in Patipukur : পাতিপুকুর রেললাইনে দুর্ঘটনা, অভিযোগের আঙুল পুলিশের দিকে
এই বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (এসটিএফ) ভি শলেমন নেশাকুমার বলেন, "ধৃতরা প্রত্যকেই ঝাড়খণ্ডের দুমকায় ওই আগ্নেয়াস্ত্র কারখানায় কাজ করত। মূলত আগ্নেয়াস্ত্র বানানোর কাজ করত তারা। তাদের নিজেদের হেফাজতে চেয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা।"

Last Updated : Apr 3, 2022, 3:18 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details