কলকাতা, 4 এপ্রিল: দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে চলছিল অস্ত্র কারখানাটি । বিহারের সেই বেআইনি অস্ত্র কারখানার তথ্য জানতে পারে কলকাতা পুলিশের এসটিএফ । সেই তথ্য পেয়েই অভিযান চালায় কলকাতা পুলিশ ও বিহারের স্পেশাল টাস্ক ফোর্স । কারখানা থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রাংশ । কারখানা থেকে এক মহিলা-সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে ।
লালবাজার সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই টাস্ক ফোর্সের কাছে খবর ছিল বিহারের একাধিক জায়গায় বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা গড়ে উঠেছে । সম্প্রতি উত্তর কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র সরবরাহ সন্দেহে গ্রেফতার হওয়া এক যুবককে জেরার পরেই বিহারে বেআইনি আগ্নেয়াস্ত্র কারখানার হদিশ পান তদন্তকারীরা । এরপর যোগাযোগ করা হয় বিহার পুলিশের সঙ্গে । কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দা ও বিহার পুলিশ যৌথভাবে ওই অস্ত্র কারখানায় অভিযান চালায় ।
উদ্ধার হয় একাধিক অস্ত্র তৈরির সরঞ্জাম । আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রাংশ, লেদ মেশিন-সহ একাধিক সামগ্রী । ইতিমধ্যেই, 11টি অসম্পূর্ণ তৈরি হওয়া পিস্তল, 7.65 এমএম পিস্তল, 9 কার্তুজ, 4 পিস্তল বাট-সহ আরও অনেক সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ ।