পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Man Kills Stepdaughter: ফোনে বেশি সময় কথা বলায় মেয়েকে শ্বাসরোধ করে খুন - সৎ বাবা

মেয়ে নাকি ফোনে বেশি সময় ধরে কথা বলছিল ৷ আর এটাই নাকি তার অপরাধ ৷ এই কারণে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করল সৎ বাবা (Stepdaughter strangled to death) ৷ এমনই চাঞ্চল্যকর ঘটনা এসেছে সামনে ৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে ৷

Man Kills Stepdaughter
Man Kills Stepdaughter

By

Published : Dec 19, 2022, 5:32 PM IST

হায়দরাবাদ, 19 ডিসেম্বর: ফোনই কাল হল মেয়েটির জীবনে ৷ এর কারণেই প্রাণ গেল তার ৷ কিন্তু ফোনের জেরে কোনও দুর্ঘটনায় নয় ৷ বরং ফোনে বেশিক্ষণ ধরে কথা বলছিল মেয়েটি ৷ সেটাই নাকি তার অপরাধ ৷ এর জন্য মেয়েকে শ্বাসরোধ করে খুন করল সৎ বাবা ৷ ঘটনাটি ঘটেছে রবিবার তেলেঙ্গানার হায়দরাবাদ শহরের মুশিরাবাদে (Man kills stepdaughter in Telangana) ৷

অভিযুক্ত ওই ব্যক্তি কিশোরী সৎ কন্যাকে ফোনে অনেকক্ষণ ধরে কথা বলতে শোনে ৷ আর তাতে রাগ হওয়ায় তিনি মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে বলে পুলিশ জানিয়েছে । অভিযুক্তের নাম সাদিক ৷ পুলিশ তাঁকে গ্রেফতার করেছে (Accused Arrested) ।

জানা গিয়েছে, মৃত মেয়েটির বয়স 17 বছর ৷ দীর্ঘ সময় ধরে ফোনে অবিরাম কথা বলছিল মেয়েটি ৷ প্রথমে সৎ বাবা তাকে সতর্ক করতে আসে । সে এসে প্রচণ্ড বিরক্তের সঙ্গে মেয়েটির হাত থেকে ফোনটি ছিনিয়ে নেয় (Murder Case) ৷

আরও পড়ুন:বন্ধুর হাতে বন্ধু খুন ! কারণ শুনে চোখ কপালে উঠল পুলিশের

নিহতের বোনের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে । অভিযোগকারী পুলিশকে জানান, তিনি সৎ বাবাকে থামানোর চেষ্টা করে ৷ কিন্তু ওই ব্যক্তি কিশোরীকে টেনে অন্য ঘরে নিয়ে চলে যায় এবং তাকে হত্যা করে । অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে । ঘটনার তদন্ত চলছে ।

ABOUT THE AUTHOR

...view details