কলকাতা, 1 জানুয়ারি : আজ 1 জানুয়ারি, তৃণমূল কংগ্রেসের 24 তম প্রতিষ্ঠা দিবস (24th Foundation Day of TMC) ৷ আর এই দিনটিতে তৃণমূলের নেতা, কর্মী এবং সমর্থকদের শুভেচ্ছা জানালেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে বছরের আগামী দিনগুলিতে রাজ্য তথা দেশে হওয়া সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে লড়াই করার প্রতিজ্ঞা নিলেন তৃণমূল সুপ্রিমো (Stay United aganist Injustice Massage from TMC Supremo Mamata Banerjee) ৷
এ দিন সকালে পরপর দু’টি টুইট করেন মমতা ৷ যেখানে প্রথম টুইটে তাঁর দলের নেতা, কর্মী ও সমর্থকদের 24 তম বর্ষ উদযাপনের জন্য শুভেচ্ছা জানান ৷ তিনি লেখেন, ‘‘তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমি আমার সকল কর্মী, সমর্থক এবং মা-মাটি-মানুষ পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানাই ৷ 1998 সালের 1 জানুয়ারি আমাদের যাত্রা শুরু হয়েছিল ৷ সেই দিন থেকে আমরা জনগণের সেবায় এবং তাঁদের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে চলেছি ৷’’
এর পরেই দ্বিতীয় টুইটটি করেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ যেখানে 2022 সালে তাঁর এবং তাঁর দলের ইংরেজি নববর্ষের প্রতিজ্ঞা অর্থাৎ, নিউ ইয়ার রেজোলিউশনের কথা জানান মমতা ৷ লেখেন, ‘‘আমরা আরও একটা বছর পার করে এলাম ৷ আসুন আমরা প্রতিজ্ঞা করি, সকল অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব ৷ আসুন আমরা একে অপরকে আন্তরিকতা এবং শ্রদ্ধার চোখে দেখি ৷ আমরা একসঙ্গে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে মজবুত করে তুলি ৷ আপনাদের আশীর্বাদের জন্য সকলকে আমার ধন্যবাদ ৷’’
আরও পড়ুন : Modi Mamata extend New Year greetings : অগ্রগতি ও সমৃদ্ধি প্রার্থনা করে নববর্ষের শুভেচ্ছা মোদি-মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ বার্তাটিতে জাতীয় রাজনীতিতে তৃণমূল যে বড় ভূমিকা নিতে চলেছে ৷ তাই যেন স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷ যেখানে প্রতিপদে দেশের কথা উল্লেখ করেছেন তিনি ৷ আর দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আরও মজবুত করার কথা বলে, কেন্দ্রের শাসকদলকে যেন নিঃশব্দ বার্তা দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷