পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাম মন্দির উদ্বোধনের আগে মুসলিম যুবকদের সতর্ক করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ ওয়াইসির - Ram Temple consecration

রাম মন্দির উদ্বোধনের ঠিক আগে মুসলিম যুবকদের সতর্ক করলেন এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি ৷ তাঁর মতে, আরও তিন-চারটি মসজিদ নিয়ে ষড়যন্ত্র চলছে, যার মধ্যে দিল্লির সুনহেরি মসজিদও অন্তর্ভুক্ত রয়েছে ।

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 10:25 AM IST

হায়দরাবাদ, 2 জানুয়ারি:অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের ঠিক আগে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) সভাপতি আসাদউদ্দিন ওয়াইসির মন্তব্যে বাড়ল রাজনৈতিক উত্তাপ ৷ অযোধ্যায় কেন্দ্রীয় সরকার যা করছে, তার প্রতি মুসলিম সম্প্রদায়ের যুবকদের সতর্ক থাকার পরামর্শ দিলেন তিনি ৷ তাঁর মতে, দেশের মসজিদগুলিকে জনবসতিপূর্ণ রাখতে হবে ।

ভবানী নগরের একটি অনুষ্ঠানে বাবরি মসজিদ প্রসঙ্গে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, গত 500 বছর ধরে যেখানে পবিত্র কোরান পড়া হয়েছে, সেটি আর তাঁদের হাতে নেই । তাঁর কথায়, "তরুণরা, আমি আপনাদের বলছি, আমরা আমাদের মসজিদ হারিয়ে ফেলেছি এবং সেখানে কী করা হচ্ছে তা আপনারা দেখছেন । আপনাদের অন্তরে কি ব্যথা নেই ?"

ওয়াইসির কথায়, "যে জায়গাটিতে আমরা 500 বছর ধরে বসে কোরান পড়েছি সেটি আজ আমাদের হাতে নেই। তরুণরা, আপনারা কি দেখতে পাচ্ছেন না যে, আরও তিন-চারটি মসজিদ নিয়ে একটি ষড়যন্ত্র চলছে, যেখানে দিল্লির সুনহেরি মসজিদ (সোনার মসজিদ)ও অন্তর্ভুক্ত ? বছরের পর বছর কঠোর পরিশ্রমের পরে, আমরা আজ আমাদের অবস্থান অর্জন করেছি। আপনাদের সতর্ক থাকতে হবে এবং এই বিষয়গুলিতে মনোযোগ দিতে হবে ৷"

এআইএমআইএম প্রধান আরও বলেন যে, তরুণ মুসলমানদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে । তাঁর কথায়, "আপনার সমর্থন এবং শক্তি বজায় রাখুন । আপনারা মসজিদগুলিকে জনবহুল রাখুন । এটা ঘটতে পারে যে এই মসজিদগুলি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি আশা করি আজকের যুবক যিনি আগামিকালের বৃদ্ধ হবেন, তিনি তাঁর চোখ সামনে রাখবেন এবং চিন্তা করবেন কীভাবে তিনি নিজেকে, তাঁর পরিবারকে, তাঁর শহরকে এবং তাঁর প্রতিবেশীকে সাহায্য করতে পারেন । একতা একটি শক্তি, ঐক্য একটি আশীর্বাদ ৷"

মন্দিরের আধিকারিকদের মতে, অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানটি সাত দিন ধরে চলবে, 16 জানুয়ারি থেকে এটি শুরু হবে । শেষ দিনে, 22 জানুয়ারি সকালের পূজার পর, বিকেলের দিকে রামলালার দেবতা 'মৃগশিরা নক্ষত্রে' পবিত্র হবেন ।

উল্লেখ্য, 2020 সালের 5 অগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নরেন্দ্র মোদি ৷ অযোধ্যা বিরোধে 2019 সালে সুপ্রিম কোর্টের রায় একটি বিশাল রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত করে ৷ শীর্ষ আদালতের রায়ের পরে, অযোধ্যায় একটি দুর্দান্ত রাম মন্দির নির্মাণের বিষয়ে কেন্দ্র সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র' ট্রাস্ট গঠন করেছিল৷ ।

আরও পড়ুন:

রাম মন্দিরের প্রবেশদ্বারে শোভা পাবে বাংলার শিল্পশৈলী, একশো ম্যুরাল তৈরি বিশ্বজিতের

দত্তপুকুরের সৌরভের হাতেই রূপ পাচ্ছে রাম মন্দির, ফুটে উঠছে রামলালার জীবনী; আপ্লুত বাবা-মা

রাম মন্দির তৈরিতে বাধা হয়েছিল মমতা-কংগ্রেস, অভিযোগ অমিত শাহের

ABOUT THE AUTHOR

...view details