নয়াদিল্লি, 16 অগস্ট: উত্তরপ্রদেশের মথুরায় কৃষ্ণ জন্মভূমির কাছে বেআইনি দখল মুক্ত করার কাজ শুরু করেছে রেল ৷ সেই কাজে 10 দিনের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ বিচারপতি অনিরুদ্ধ বোসের নেতৃত্বে এবং বিচারপতি সঞ্জয় কুমার ও এস ভি এন ভাট্টির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ এক সপ্তাহ পর এই মামলার শুনানি হবে বলে বেঞ্চের তরফে জানানো হয়েছে ৷ তাছাড়া এই মামলায় কেন্দ্র ও রেলকে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত ।
মথুরা ও বৃন্দাবনের মধ্যে সংযোগের সুবিধার্থে রেলওয়ে মন্দির কমপ্লেক্সের পিছনের দখলমুক্ত করছিল ৷ কারণ, সেখানে এখন যে মিটারগেজ রেলওয়ে ট্র্যাক রয়েছে, সেটিকে রেল ব্রডগেজে পরিণত করতে চায় ৷ এর বিরুদ্ধেই মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে ৷ সেখানে ইয়াকুব শাহের নেতৃত্বে আবেদনকারীরা জানান, ওই বসতি এলাকায় দখলমুক্ত অভিযানের বিরুদ্ধে আগেই মথুরা সিভিল কোর্টে আপিল করা হয়েছে ৷ সেই বিষয়টি বিচারাধীন৷ তার পরও শুরু হয়েছে দখলমুক্ত করার অভিযান ৷ ফলে রেলের এই কাজ সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী ৷