বেঙ্গালুরু, 26 অগস্ট: জুলাই ও অগস্ট মাসে রেকর্ড অর্থের বরাত পেল প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা ‘নবরত্ন ডিফেন্স পিএসইউ’ ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড বা বেল ৷ এই দু’মাসে ডিফেন্স এবং নন-ডিফেন্স ক্ষেত্রে 3 হাজার 289 কোটি টাকার বরাত পেয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা ৷ যার মধ্যে 1 হাজার 75 কোটি টাকার বরাত দিয়েছে হিন্দস্তান শিপইয়ার্ডস লিমিটেড ৷ ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড গতকাল টুইটে এ কথা জানিয়েছে ৷
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, শিল্প ক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈদ্যুৎতিক সরঞ্জাম সরবরাহ করবে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা ৷ যার মধ্যে নিচু স্তরের হালকা ব়্যাডার, সোনার্স (SONARS), আইএফএফ সিসটেম, স্যাটকম সিসটেম, ইও/আইআর পেলোডস, টিআরএম/ডিটিআরএম, জ্যামার, ইনক্রিপটারস, ডাটা লিংক সিসটেম, অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা, ডিরেক্টেড এনার্জি সিসটেমের জন্য ব়্যাডার, সেমি-রগড টেলিফোন এক্সচেঞ্জ, সফটওয়্যার ডিফাইনড রেডিয়ো এবং অন্যান্য বিভিন্ন ধরনের রেডিয়ো ৷
এর বাইরে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন, এএমসি এবং স্পেয়ার্স তৈরির বরাত পেয়েছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড ৷ আগামী বছর দেশে লোকসভা নির্বাচন এবং তার আগে এ বছরের শেষে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ তাই নতুন ইভিএম তৈরির বরাত পেয়েছে বেঙ্গালুরুর এই সংস্থা ৷
আরও পড়ুন:মিগ-21-র বদলে ভারতীয় প্রযুক্তির 'এলসিএ মার্ক-1এ' যুদ্ধবিমান কেনার সুপারিশ বায়ুসেনার
বেল-এর তরফে জানানো হয়েছে, শুক্রবার এ বছরের অন্যতম বড় বরাত সংস্থার হাতে এসেছে ৷ হিন্দুস্তান শিপইয়ার্ডের তরফে 1 হাজার 75 কোটি টাকার বরাত দেওয়া হয়েছে ৷ যেখানে নতুন সিএমএস (কন্টেন্ট ম্যানেজমেন্ট সিসটেম), কমিউনিকেশন সিসটেম, ইডব্লিউ সিসটেম এবং জাহাজের ফ্লিট সাপোর্টের জন্য অন্যান্য সেন্সরের বরাত দেওয়া হয়েছে ৷ তবে, এই বরাত জুলাই থেকে 25 অগস্টের মধ্যে এসেছে ৷ এর আগে আরও 8 হাজার 91 কোটি টাকার বরাত বেল পেয়েছে ৷ ফলে 2023-24 অর্থবর্ষে ইতিমধ্যে 11 হাজার 380 কোটি টাকার বরাত পেয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড ৷ (খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)