কলকাতা, 29 নভেম্বর : করোনা আবহেই হতে চলেছে কলকাতা পুরভোট (Kolkata to kick of Civic Polls) । ফলে কোনওরকম ঝুঁকি নিতে চায় না রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। সেই মতো কঠোরভাবে মানা হবে করোনা স্বাস্থ্যবিধি । আজ রাজ্য নির্বাচন কমিশনে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা এক দফা বৈঠক করেন । আগামিকালও রয়েছে আরও এক দফা কোভিড বিধি সম্পর্কিত বৈঠক ।
জাতীয় নির্বাচন কমিশনের মতোই রাজ্য নির্বাচন কমিশনও আগেই প্রকাশ করেছে ভোট সংক্রান্ত এক গুচ্ছ গাইডলাইন । সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভোটের 17 দিন আগে থেকেই ওয়ার্ড ভিত্তিক করোনা আক্রান্তদের চিহ্নিত করা হবে । এই কাজে কমিশনকে সহায়তা করবে রাজ্যের স্বাস্থ্য দফতর ও কলকাতা পুরসভা । বিশেষ আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থাও করা হবে । জানা গিয়েছে যে প্রতি ব্যুরোতে তিনটি করে অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন । ভোট গ্রহণের দিন করোনা আক্রান্তদের এই অ্যাম্বুলেন্সে করে ভোট দিতে নিয়ে যাওয়া হবে ।