পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

31 জুলাইয়ের মধ্যে ঘোষণা করতে হবে দ্বাদশের ফল, রাজ্যগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের - অন্তর্বর্তী মূল্যায়ণ

দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ (Class 12 Results) আগামী 31 জুলাইয়ের (July 31) মধ্যে করতে হবে ৷ রাজ্যের বোর্ডগুলিকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ আগামী 10 দিনের মধ্যে অন্তর্বর্তী মূল্যায়নের পদ্ধতিও তৈরি করে ফেলতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত ৷

State boards need to Declare Class 12 Results By July 31: Supreme Court
31 জুলাইয়ের মধ্যে ঘোষণা করতে হবে দ্বাদশের ফল, রাজ্যগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের

By

Published : Jun 24, 2021, 1:33 PM IST

Updated : Jun 24, 2021, 2:42 PM IST

নয়াদিল্লি, 24 জুন : দ্বাদশ শ্রেণির (Class 12 Results) ছাত্রছাত্রীদের জন্য অন্তর্বর্তী মূল্যায়নের কর্মসূচি তৈরি করে, তার ভিত্তিতে পরীক্ষার ফল ঘোষণা করতে হবে ৷ আগামী 31 জুলাইয়ের (July 31) মধ্যেই এই গোটা প্রক্রিয়া সেরে ফেলতে হবে রাজ্যের বোর্ডগুলিকে ৷ নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court) ৷ আজ থেকে 10 দিনের মধ্যেই অন্তর্বর্তী মূল্যায়নের পদ্ধতি তৈরি করে ফেলতে হবে বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

চলতি মাসের শুরুর দিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ছাত্রছাত্রীদের মূল্যায়নের জন্য় বিকল্প অ্যাসেসমেন্টের মানদণ্ড কী হবে, তা দু সপ্তাহের মধ্যে ঠিক করে ফেলতে হবে সিবিএসই (CBSE) ও সিআইএসসিই (CISCE) বোর্ডকে ৷ রাজ্যের বোর্ডগুলির মতোই এই দুই বোর্ডকেও 31 জুলাইয়ের মধ্যে মূল পরীক্ষাগুলির ফলপ্রকাশ করে দিতে হবে ৷

আরও পড়ুন:17 জুলাই জয়েন্ট এন্ট্রান্স , পরীক্ষা হবে 274 কেন্দ্রে

সিবিএসই ও সিআইএসসিই দুটি বোর্ডই গত সপ্তাহে তাদের অন্তর্বর্তী মূল্যায়নের মানদণ্ড তুলে ধরেছে শীর্ষ আদালতের কাছে ৷ সুপ্রিম কোর্ট তাকে ন্যায্য বলে জানিয়ে তাতে সম্মতি দিয়েছে ৷ আদালত বলেছে, "সিবিএসই ও আইসিএসই কর্মসূচিতে হস্তক্ষেপ করার কোনও প্রশ্নই ওঠে না ৷" দ্বাদশ শ্রেণির কম্পার্টমেন্ট পরীক্ষা বাতিলের যে আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দেয় শীর্ষ আদালত ৷ কয়েকজন ছাত্রছাত্রী ও অভিভাবক সশরীরে পরীক্ষা নেওয়ার বিকল্প পদ্ধতি রাখার যে আবেদন জানিয়েছিলেন, তাও খারিজ হয়ে যায় আদালতে ৷

আরও পড়ুন :একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার মূল্যায়নের নম্বর জমা দেওয়ার সময়সীমা বাড়ল 5 দিন

এখনও পর্যন্ত 21টি রাজ্য দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করেছে ৷ এই পরীক্ষার আয়োজন করা হয়েছে 6টি রাজ্যে ৷ করোনা আবহে পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও অভিভাবক ৷ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ দেশে প্রবল আকার ধারণ করার পর প্রথমে দশম শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছিল ৷ স্থগিত রাখা হয়েছিল দ্বাদশের পরীক্ষা ৷ কিন্তু পরে দ্বাদশ শ্রেণির পরীক্ষাও বাতিল করে দেওয়া হয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, "আমাদের কাছে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষা সবচেয়ে বেশি গুরুত্বের এবং এই ক্ষেত্রে কোনও রকম আপোষ করা হবে না ৷"

Last Updated : Jun 24, 2021, 2:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details