পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে মিথ অ্যান্ড ফ্যাক্ট প্রকাশ করল নীতি আয়োগ - নীতি আয়োগ

ভ্যাকসিন নিয়ে চারটি মিথ অ্যান্ড ফ্যাক্ট তুলে ধরল নীতি আয়োগ ৷ যেখানে কেন্দ্রের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করে, সত্য তুলে ধরেছে নীতি আয়োগ ৷

standing-next-to-the-center-on-covid-19-vaccine-the-niti-aayog-published-myths-and-facts
ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে মিথ অ্যান্ড ফ্যাক্ট প্রকাশ করল নীতি আয়োগ

By

Published : May 27, 2021, 3:47 PM IST

নয়াদিল্লি, 27 মে : করোনার ভ্যাকসিন নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে ৷ এমনকি কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছিল ৷ এবার সেই অভিযোগ এবং বিভ্রান্তি দূর করতে ময়দানে নামল নীতি আয়োগ ৷ এমনই চারটি ইস্যুকে নিয়ে মিথ অ্যান্ড ফ্যাক্ট তুলে ধরল তারা ৷

নীতি আয়োগ জানিয়েছে, মিথ রয়েছে কেন্দ্র বিশ্বের অন্যান্য ভ্যাকসিনগুলিকে মান্যতা দিচ্ছে না ৷ কিন্তু, তা সত্য নয় বলে জানানো হয়েছে ৷ যেখানে আসল সত্য তুলে ধরে নীতি আয়োগ জানিয়েছে, গত এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকার নিজ উদ্যোগে মার্কিন এফডিএ, ইএমএ, যুক্তরাজ্যের এমএইচআরএ এবং জাপানের পিএমডিএ’র ছাড়পত্র দেওয়া ভ্যাকসিনের ভারতে প্রবেশ প্রক্রিয়া সহজ করেছে ৷ একই নিয়ম বিশ্ব স্বাস্থ্যসংস্থার ছাড়পত্র দেওয়া সব জরুরি ভিত্তিক ওষুধেও লাগু করা হয়েছে ৷ এই সব ভ্যাকসিন ও ওষুধগুলিকে ভারতে আনতে লম্বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না ৷ এমনকি ভারতের ড্রাগ কন্ট্রোলারের তরফে বিদেশে তৈরি কোনও ভ্যাকসিনের ছাড়পত্র আটকে রাখা হয়নি বলে জানিয়েছে নীতি আয়োগ ৷

নীতি আয়োগ আরও জানিয়েছে, অভিযোগ উঠেছে কেন্দ্র, রাজ্যগুলির প্রতি তার দায়িত্ব পালন করছে না ৷ সেই অভিযোগও নীতি আয়োগের তরফে খারিজ করা হয়েছে ৷ বলা হয়েছে, বিদেশি ভ্যাকসিন আনাতে সবরকম আর্থিক ব্যয়ভার কেন্দ্র সরকার বহন করছে ৷ যাতে ভ্যাকসিন উৎপাদন সংস্থাগুলিকে দ্রুত ছাড়পত্র দেওয়া যায় ৷ এমনকি রাজ্যগুলিকে সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে ৷ এই সব বিষয়গুলি প্রতিটি রাজ্য সরকার জানে বলে উল্লেখ করেছে নীতি আয়োগ ৷ এমনকি খুব কম ক্ষেত্রেই রাজ্যগুলিকে ভ্যাকসিন কিনতে বলা হয়েছে ৷

কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যগুলিকে যথেষ্ঠ পরিমাণে ভ্যাকসিন সরবরাহ না করার অভিযোগও খারিজ করেছে নীতি আয়োগ ৷ যেখানে নীতি আয়োগের তরফে বলা হয়েছে, ঘোষিত গাইডলাইন অনুযায়ী, স্বচ্ছতা বজায় রেখে কেন্দ্র রাজ্যগুলিকে যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন পাঠাচ্ছে ৷ এমনকি ভ্যাকসিনের জোগান সম্পর্কেও রাজ্য সরকারগুলিকে আগে থেকে জানিয়ে দেওয়া হচ্ছে ৷ ভবিষ্যতে ভ্যাকসিনের জোগানও বাড়বে বলে জানিয়েছে নীতি আয়োগ ৷

আরও পড়ুন : শিশুদের জন্য যত দ্রুত সম্ভব ফাইজার টিকা আনা উচিত কেন্দ্রের : কেজরি

সব শেষে শিশুদের বা 18 বছরের নিচে ভ্যাকসিনেশন নিয়ে এদিন অবস্থান স্পষ্ট করেছে নীতি আয়োগ ৷ তাদের মতে, শিশুদের ভ্যাকসিনেশন নিয়ে কেন্দ্র কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷ কিন্তু আসল সত্য হল, বিশ্বের কোনও দেশেই এখনও শিশুদের করোনার ভ্যাকসিন দেওয়া হয়নি ৷ বিশ্ব স্বাস্থ্যসংস্থাও শিশুদের ভ্যাকসিনেশন নিয়ে কোনও প্রস্তাবনা পাঠায়নি ৷ তবে শিশুদের ভ্যাকসিনেশন কতটা নিরাপদ, তা নিয়ে গবেষণা করতে উৎসাহ দেওয়া হয়েছে হু’র তরফে ৷

নীতি আয়োগের তরফে এও জানিয়ে দেওয়া হয়েছে, খুব শীঘ্রই ভারতে শিশুদের ভ্যাকসিনেশনের উপর গবেষণা শুরু হবে ৷ হোয়াটসঅ্যাপে ছড়ানো ভীতির কারণে শিশুদের ভ্যাকসিন দেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ গবেষণার রিপোর্ট দেখে বিজ্ঞানীরা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে নীতি আয়োগ জানিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details