নয়াদিল্লি, 27 মে : করোনার ভ্যাকসিন নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে ৷ এমনকি কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছিল ৷ এবার সেই অভিযোগ এবং বিভ্রান্তি দূর করতে ময়দানে নামল নীতি আয়োগ ৷ এমনই চারটি ইস্যুকে নিয়ে মিথ অ্যান্ড ফ্যাক্ট তুলে ধরল তারা ৷
নীতি আয়োগ জানিয়েছে, মিথ রয়েছে কেন্দ্র বিশ্বের অন্যান্য ভ্যাকসিনগুলিকে মান্যতা দিচ্ছে না ৷ কিন্তু, তা সত্য নয় বলে জানানো হয়েছে ৷ যেখানে আসল সত্য তুলে ধরে নীতি আয়োগ জানিয়েছে, গত এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকার নিজ উদ্যোগে মার্কিন এফডিএ, ইএমএ, যুক্তরাজ্যের এমএইচআরএ এবং জাপানের পিএমডিএ’র ছাড়পত্র দেওয়া ভ্যাকসিনের ভারতে প্রবেশ প্রক্রিয়া সহজ করেছে ৷ একই নিয়ম বিশ্ব স্বাস্থ্যসংস্থার ছাড়পত্র দেওয়া সব জরুরি ভিত্তিক ওষুধেও লাগু করা হয়েছে ৷ এই সব ভ্যাকসিন ও ওষুধগুলিকে ভারতে আনতে লম্বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না ৷ এমনকি ভারতের ড্রাগ কন্ট্রোলারের তরফে বিদেশে তৈরি কোনও ভ্যাকসিনের ছাড়পত্র আটকে রাখা হয়নি বলে জানিয়েছে নীতি আয়োগ ৷
নীতি আয়োগ আরও জানিয়েছে, অভিযোগ উঠেছে কেন্দ্র, রাজ্যগুলির প্রতি তার দায়িত্ব পালন করছে না ৷ সেই অভিযোগও নীতি আয়োগের তরফে খারিজ করা হয়েছে ৷ বলা হয়েছে, বিদেশি ভ্যাকসিন আনাতে সবরকম আর্থিক ব্যয়ভার কেন্দ্র সরকার বহন করছে ৷ যাতে ভ্যাকসিন উৎপাদন সংস্থাগুলিকে দ্রুত ছাড়পত্র দেওয়া যায় ৷ এমনকি রাজ্যগুলিকে সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে ৷ এই সব বিষয়গুলি প্রতিটি রাজ্য সরকার জানে বলে উল্লেখ করেছে নীতি আয়োগ ৷ এমনকি খুব কম ক্ষেত্রেই রাজ্যগুলিকে ভ্যাকসিন কিনতে বলা হয়েছে ৷