পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"পাশে আছি", রিহানার পর বিক্ষোভকারী কৃষকদের সমর্থনে টুইট থুনবার্গের

ভারতের কৃষকদের পাশে দাঁড়ালেন পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ ৷ এর আগে আন্তর্জাতিক পপ তারকা রিহানা ভারতের আন্দোলনকারী কৃষকদের সমর্থন টুইট করেন । যার পাল্টা টুইট করেন কঙ্গনা রানাওয়াত।

গ্রেটার টুইটে সাড়া রিহানার, পাল্টা জবাব কঙ্গনার
গ্রেটার টুইটে সাড়া রিহানার, পাল্টা জবাব কঙ্গনার

By

Published : Feb 3, 2021, 8:39 AM IST

Updated : Feb 3, 2021, 5:25 PM IST

দিল্লি, 3 ফেব্রুয়ারি : এবার কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী ভারতীয় কৃষকদের পাশে দাঁড়ালেন পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ ৷ সদ্য নোবেলে শান্তি পুরস্কারে মনোনীত হওয়া গ্রেটা গতকাল কৃষকদের পক্ষে টুইট করেন । টুইটারে জানান, "আমরা ভারতের আন্দোলনরত কৃষকদের পাশে আছি ।"

গ্রেটা দিল্লির কৃষক আন্দোলনের একটি প্রতিবেদনও শেয়ার করেন । প্রতিবেদনটিতে রয়েছে, সোমবার দিল্লির বিভিন্ন জেলায় কেন্দ্রীয় সরকার বিক্ষিপ্তভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে । আন্দোলন থামাতে এমন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার । উল্লেখ্য, আন্তর্জাতিক পপ তারকা রিহানা আগেই কৃষকদের পাশে দাঁড়িয়ে টুইট করেছিলেন ৷ এরপর গ্রেটাও একই বিষয়ে টুইট করলেন ।

রিহানা টুইটারে লিখেছিলেন, "আমরা এই বিষয়ে কেন কথা বলছি না !" এই টুইটের এক ঘণ্টার মধ্যে পপ তারকার টুইটার হ্যান্ডেলে 1 লাখ ফলোয়ার বেড়ে যায় । দিল্লির কৃষক আন্দোলনের পরিস্থিতির ছবি ও খবরের লিঙ্ক তুলে ধরে টুইট করেছিলেন রিহানা ।

আরও পড়ুন : "যারা কৃষক আন্দোলনের সমর্থক, সবাইকে জেলে ভরে দাও", ভাইরাল কঙ্গনার ভিডিয়ো

ভারতের কৃষক আন্দোলনকে কেবল গ্রেটা, রিহানারাই সমর্থন করেনি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও আন্দোলনরত কৃষকদের পাশে রয়েছেন বলে জানিয়েছিলেন ।

Last Updated : Feb 3, 2021, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details