পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

MK Stalin: চন্দ্রযান-3 এর সাফল্যে খুশি, 9 মহাকাশ বিজ্ঞানীর জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা স্ট্যালিনের - চন্দ্রযান 3

তামিলনাড়ুর 9 ইসরো বিজ্ঞানীর জন্য 25 লক্ষ টাকা করে আর্থিক পুরস্কারের ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷

ETV Bharat
ইসরোর বিজ্ঞানীর জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা স্ট্যালিনের

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 10:47 PM IST

চেন্নাই, 2 অক্টোবর:দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-3 অভিযানের সাফল্যে খুশি হয়ে বিজ্ঞানীদের জন্য আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ সোমবার তিনি জানিয়েছেন, ইসরোর এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা 9 মহাকাশ বিজ্ঞানীকে 25 লক্ষ টাকা করে দেবে তামিলনাড়ু সরকার ৷ এই বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে শিবন ৷ উল্লেখ্য, এই মহাকাশ বিজ্ঞানীর ভারতের চন্দ্র ও সূর্যাভিযানের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে ৷ ভারতের চন্দ্রযান-2 অভিযানের সময় শিবনই ছিলেন ইসরোর চেয়ারম্যানের পদে ৷

এছাড়াও বাকি আট বৈজ্ঞানিক হলেন, চন্দ্রযান-3 এর প্রজেক্ট ডিরেক্টর পি ভিরামুথুভেল, চন্দ্রযান-1 প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মিলস্বামী আন্নাদুরাই, ইসরোর লিক্যুইড প্রোপালসন সিস্টেম সেন্টার (এলপিএসসি) এর ডিরেক্টর ভি নারায়ানান, সতীশ ধবন মহাকাশকেন্দ্রের ডিরেক্টর এ রাজারাজন, ইউআর রাও স্যাটেলাইট সেন্টারের ডিরেক্টর এম শঙ্করণ, ইসরোর প্রোপালসন কমপ্লেক্স (আইপিআরসি) এর ডিরেক্টর আসির পাকিরাজা, চন্দ্রযান-2 এর প্রজেক্ট ডিরেক্টর এম বনিতা ও আদিত্য এল1 অভিযানের প্রজেক্ট ডিরেক্টর নিগর শাজি ৷

ইসরোর বিজ্ঞানীদের এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে চেন্নাইয়ে এদিন স্ট্যালিন বলেন, "23 অগস্ট গোটা বিশ্বের জন্য এক অবিস্মরনীয় দিন ৷ ওইদিনই চাঁদের মাটিতে পা দেয় ভারতের চন্দ্রযান ৷ বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা দেয় ল্যান্ডার ৷ এই প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর ভিরামুথুভেল তামিলনাড়ুর লোক, এটা আমাদের সকলের জন্য গর্বের বিষয় ৷ " স্ট্যালিন এদিন জানিয়েছেন এই 9 বিজ্ঞানীর নামে 9টি ভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম চালু করবে সরকার ৷ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠরত স্নাতকোত্তর স্তরের 9 পড়ুয়াকে এই স্কলারশিপগুলি দেওয়া হবে ৷ সরকার তাঁদের পড়াশোনা, হস্টেল খরচ-সহ যাবতীয় ব্যয় বহন করবে ৷ বিজ্ঞানীদের একটি কমিটি এই পড়ুয়াদের বেছে নেবে ৷ সরকার 10 কোটি টাকা বরাদ্ধ করবে এই স্কলারশিপগুলির জন্য ৷

আরও পড়ুন: কোভিড টিকা তৈরিতে বিশেষ অবদান, চিকিৎসায় নোবেল জয় 2 বিজ্ঞানীর

স্যালিন এদিন জানান, ইসরোর এই 9 বিজ্ঞানীর মধ্যে 6 জনই গরিব পরিবারে জন্মে , সরকারি স্কুলে পড়াশোনা করেছেন ৷ এনাদের প্রত্যেকেই স্নাতক পাশ করা তাঁদের পরিবারের প্রথমবারের ব্যক্তি ৷ এই বিজ্ঞানীদের মধ্যে 2 জন মহিলা ৷ এই বিজ্ঞানীদের রাজ্যের রোল মডেল বলেও দাবি করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ৷ ইসরোর গগনযান অভিযানের জন্য যাঁরা কাজ করেন, সেই বিজ্ঞানীদেরও শুভেচ্ছা জানিয়েছেন এমকে স্ট্যালিন ৷

ABOUT THE AUTHOR

...view details