নয়াদিল্লি, 13 নভেম্বর: প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) সংলগ্ন পূর্ব লাদাখের পরিস্থিতি এখন স্থিতিশীল, তবে অপ্রত্যাশিত ৷ ওই এলাকা নিয়ে ভারত ও চিনের মধ্যে 30 মাসেরও বেশি সময় ধরে চলা অচলাবস্থার মধ্যে শনিবার এ কথা বললেন, সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে (Gen Manoj Pande)৷ একটি থিঙ্ক ট্যাংকের উদ্দেশে বক্তব্য রাখার সময় তিনি বলেন যে, ভারত ও চিনের মধ্যে সামরিক আলোচনার পরবর্তী দফায় বিবাদের অবশিষ্ট দুটি পয়েন্ট সম্পর্কিত সমস্যাগুলি সমাধানের উপর জোর দেওয়া হবে । ডেমচোক ও ডেপসাং-এর কথা উল্লেখ করে এই কথা বলেন সেনাপ্রধান ৷
সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বলেছেন, "বিরোধের সাত দফার মধ্যে পাঁচটি বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে ।" তিনি আরও বলেন যে, "এই অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর চিনা সৈন্যের সংখ্যা কমানো হয়নি ৷ তবে শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু পিএলএ ব্রিগেড ফিরে আসতে পারে বলে মনে করা হচ্ছে ।" তিনি 'চাণক্য ডায়ালগ'-এ বলেছিলেন যে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ওদের পদক্ষেপকে খুব সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা দরকার যাতে ভারত তার স্বার্থ এবং সংবেদনশীলতা রক্ষা করতে পারে ।"