মধুবনি (বিহার), 29 মার্চ: মঙ্গলবার বিহারের মধুবনির ইন্দো-নেপাল সীমান্তে লাউখা জেলার নো ম্যানস ল্যান্ড এলাকা থেকে দুই আমেরিকান নাগরিককে আটক করেছে সশস্ত্র সীমা বলের বাহিনী (SSB Detains Two American Citizens From No Mans Land) ৷ সূত্রের খবর, ক্যালিফোর্নিয়ার ওই দুই নাগরিক তদন্তকারীদের জানিয়েছেন তাঁরা মাউন্ট এভারেস্টে যাচ্ছিলেন ৷ সেই সময় ভারতীয় আধাসেনার জওয়ানরা তাঁদের আটকান ৷ এ নিয়ে এসএসবি-র অ্যাসিসটেন্ট কমান্ডান্ট কুমার জয় মিশ্র জানিয়েছেন, ওই দুই মার্কিন নাগরিক কলকাতা বিমানবন্দর হয়ে ভারতে এসেছেন ৷ তাঁদের নাম হিল ব্রায়ান (37) এবং মাইকেল (54) ৷
আধাসেনা আধিকারিক জানিয়েছেন, ইন্দো-নেপাল সীমান্তে দুই মার্কিন নাগরিককে আটক করে এসএসবি-র জওয়নারা ৷ এই দুই বিদেশি কলকাতা হয়ে ভারতে এসেছেন ৷ ওই আধিকারিক জানিয়েছেন, কলকাতা থেকে বাইকে করে তাঁরা বিহারে আসেন ৷ কিন্তু, ভারত-নেপাল সীমান্তের নো ম্যানস ল্যান্ডে কীভাবে গেলেন ওই দুই মার্কিন নাগরিক ? জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, গুগল লোকেশনে সমস্যার কারণে ভুলবশত নো ম্যানস ল্যান্ডে পৌঁছে যান ৷ তাঁরা নেপালে যাচ্ছিলেন ৷ সেখান থেকে মাউন্ট এভারেস্ট যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের ৷ পরবর্তী তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এসএসবি-র অ্যাসিসটেন্ট কমান্ডান্ট কুমার জয় মিশ্র ৷