মুম্বই, 8 জুন: 23 জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর প্রাক্তন মুম্বই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে ৷ বৃহস্পতিবার তাঁর অন্তর্বর্তী সুরক্ষাকবচের মেয়াদ 23 জুন পর্যন্ত বাড়িয়েছে বম্বে হাইকোর্ট ৷ তাঁর বিরুদ্ধে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) যে মামলা করেছে, তার বিরুদ্ধে করা আবেদনের শুনানিতে আজ এই নির্দেশ দিয়েছে আদালত ৷
বৃহস্পতিবার বিচারপতি এএস গড়করি ও এসজি দিগের ডিভিশন বেঞ্চের সামনে মামলাটির শুনানি ছিল । সমীর ওয়াংখেড়ের আইনজীবী আবাদ পোন্ডা ডিভিশন বেঞ্চকে জানান যে, তাঁর মক্কেল তথা ভারতীয় রাজস্ব পরিষেবা (আইআরএস) অফিসার আদালতের নির্দেশ অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-এর সামনে হাজির হচ্ছেন । এখনও পর্যন্ত, ওয়াংখেড়ে সাতবার সিবিআই-এর সামনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছেন এবং তদন্তে সহযোগিতা করছেন বলে জানান তাঁর আইনজীবী ৷
সিবিআইয়ের আইনজীবী কুলদীপ পাতিলের যুক্তি ছিল যে, মামলার তদন্ত একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং আইআরএস অফিসার প্রসিডিং বাতিল করার যে আবেদন করেছেন, তা মেনে নেওয়া ঠিক হবে না ৷ ডিভিশন বেঞ্চ উভয় পক্ষের শুনানির পর আবেদনটি 23 জুন পরবর্তী শুনানির জন্য ধার্য করে এবং অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে দেয় । আদালত তার রায়ে জানিয়েছে, "অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ পরবর্তী তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷"
আরও পড়ুন:এবার মদের ব্যবসায় শাহরুখ-পুত্র আরিয়ান
তোলাবাজি ও ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআই তাঁর বিরুদ্ধে যে মামলা করেছে, তা বাতিল করার আবেদন জানিয়েছেন সমীর ওয়াংখেড়ে । সিবিআই-এর অভিযোগ, ওয়াংখেড়ে এবং অন্যান্য অভিযুক্তরা বলিউড সুপারস্টারের ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে চার্জ না দেওয়ার জন্য শাহরুখ খানের কাছ থেকে 25 কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন ৷ বিলাসবহুল ক্রুজ জাহাজ-কর্ডেলিয়া থেকে মাদক উদ্ধারের অভিযোগে আরিয়ানকে গ্রেফতার করেছিল সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন দল ৷
ওয়াংখেড়ে মামলাটি বাতিল করতে চেয়ে গত মাসে হাইকোর্টের দ্বারস্থ হন এবং যে কোনও জবরদস্তিমূলক পদক্ষেপ থেকে অন্তর্বর্তী সুরক্ষাকবচও চান তিনি । তৎকালীন হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ 8 জুন পর্যন্ত ওয়াংখেড়েকে গ্রেফতার থেকে অন্তর্বর্তী সুরক্ষাকবচ মঞ্জুর করেছিল এবং তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল ।
সিবিআই গত সপ্তাহে দাখিল করা হলফনামায় ওয়াংখেড়ের সুরক্ষাকবচ ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছিল আদালতের কাছে ৷ তারা বলেছিল যে, ওয়াংখেড়ের বিরুদ্ধে প্রাথমিকভাবে একটি মামলা রয়েছে । ওয়াংখেড়ে ও মামলার অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে অপরাধমূলক ষড়যন্ত্র ও তোলাবাজির হুমকি এবং ঘুষ সংক্রান্ত দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় মামলা করা হয়েছে ।
আরও পড়ুন:আরিয়ানের থেকে 25 কোটি টাকা তোলাবাজির ছক কষেছিলেন গোসাভি !
আরিয়ান খান এবং আরও কয়েকজনকে 2021 সালের অক্টোবর মাসে মাদক রাখা, সেবন এবং পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল । পরে তিন সপ্তাহ কারাগারে থাকার পর হাইকোর্ট থেকে জামিন পান আরিয়ান খান । এনসিবি পরবর্তীতে চার্জশিট দাখিল করে ৷ কিন্তু প্রমাণের অভাবের কারণে মামলায় আরিয়ানের নাম অভিযুক্ত হিসেবে রাখা হয়নি । মাদকবিরোধী এজেন্সি তখন মামলার নিরপেক্ষ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে ৷