শ্রীনগর, 19 অগস্ট:জাবারওয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেন ৷ ভূস্বর্গের সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে বাগানটি ৷ শনিবার ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে’ (লন্ডন) নাম তুলেছে কাশ্মীরের এই ফুলের বাগান। এই মুহূর্তে এটি এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন ৷ বাগানটি 1.5 মিলিয়ন টিউলিপ অ্যারে দিয়ে সজ্জিত, যেখানে রয়েছে 68টি স্বতন্ত্র প্রজাতির টিউলিপ ৷
টিউলিপ গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে গার্ডেনস অ্যান্ড পার্কের কমিশনার সেক্রেটারি ফ্লোরিকালচার শেখ ফায়াজ আহমেদকে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস (লন্ডন)-এর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সন্তোষ শুক্লা সম্মানিত করেন। ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস (লন্ডন)-এর সম্পাদক দিলীপ এন পণ্ডিত, ডিরেক্টর ফ্লোরিকালচার কাশ্মীর, অন্যান্য কর্মকর্তা এবং বাগান কর্মীরা উপস্থিত ছিলেন । এই রেকর্ড প্রাপ্তির কথা বলতে গিয়ে কমিশনার সেক্রেটারি, ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেনের অসাধারণত্বকে স্বীকৃতি জানানোর জন্য ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস (লন্ডন) টিমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ।