পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Manipur Violence: শান্তি ফেরাতে শাহী-পদক্ষেপ, ঘরের ছেলে রাকেশ বলওয়ালকে শ্রীনগর থেকে মণিপুরে বদলি - শ্রীনগরের এসএসপি

SSP Rakesh Balwal transferred to Manipur: দুই যুবককে অপহরণ ও হত্যার জন্য দায়ী অপরাধীদের ধরতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তবে এ দিনও মণিপুরের রাজধানীতে হিংসাত্মক বিক্ষোভ অব্যাহত রয়েছে ৷ এই পরিস্থিতিতে শ্রীনগরের এসএসপি রাকেশ বলওয়ালকে মণিপুরে পাঠাচ্ছে কেন্দ্র ৷

Manipur Violence
রাকেশ বলওয়ালকে শ্রীনগর থেকে মণিপুরে বদলি

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 2:23 PM IST

নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর: মণিপুরে ক্রমবর্ধমান হিংসার ঘটনায় এ বার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ শ্রীনগরের শীর্ষ পুলিশ আধিকারিক রাকেশ বলওয়ালকে উত্তর-পূর্বের এই রাজ্যে ফেরানো হচ্ছে ৷ জুলাই মাসে নিখোঁজ হওয়া দুই ছাত্রের নৃশংস হত্যাকাণ্ডের পর, নতুন করে যে অশান্তি ছড়িয়েছে, সেই পরিস্থিতিতেই এই সিদ্ধান্ত নিল মন্ত্রক । মে মাস থেকে হিংসার আগুন জ্বলছে মণিপুরে ৷ এই নিয়ে ঘরে-বাইরে সমালোচনার মুখে কেন্দ্রের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

রাকেশ বলওয়াল 2012-ব্যাচের একজন আইপিএস অফিসার, যিনি মূলত মণিপুরের ক্যাডার হলেও তাঁর পোস্টিং ছিল জম্মু ও কাশ্মীরে ৷ কিন্তু তাঁর রাজ্যে পরিস্থিতি স্থিতিশীল করতে এ বার ঘরের ছেলের উপরই ভরসা করা হচ্ছে ৷ মণিপুরের পরিস্থিতির গুরুত্ব বিচার করে সেখানে শান্তি পুনরুদ্ধারের জন্য বলওয়ালকে তড়িঘড়ি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

দুই নিখোঁজ ছাত্র 20 বছরের ফিজাম হেমজিৎ এবং 17 বছরের হিজাম লিন্থোইঙ্গাম্বির ভয়ংকর হত্যাকাণ্ডের মর্মান্তিক ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই নতুন করে অশান্তির আগুন জ্বলেছে মণিপুরে ৷ এই ছবিগুলিতে একটি অস্থায়ী জঙ্গল শিবিরে সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে ছাত্রদের বসে থাকতে দেখা গিয়েছে ৷ ছবিতে মাটিতে পড়ে থাকা তরুণ ছাত্রদের প্রাণহীন দেহের ছবি দেখে বোঝা যায় তাঁদের সঙ্গে কী জঘন্য অপরাধ হয়েছে ৷

আরও পড়ুন:'প্রধানমন্ত্রী, আমার রাজ্য মণিপুরের সবকিছু ধ্বংস করে দিয়েছেন', অভিযোগ লিসিপ্রিয়ার

হেমজিৎ এবং লিন্থোইঙ্গাম্বির নিখোঁজ হয়েছিলেন বিষ্ণুপুর জেলা থেকে, যেটি চুড়াচাঁদপুর থেকে 35 কিলোমিটার দূরে ৷ এই চুড়াচাঁদপুরই মে মাসের শুরুতে হিংসার সাক্ষী থেকেছে ৷ এই দুই জেলার মধ্যবর্তী এলাকা থেকে সশস্ত্র ব্যক্তিরা ছাত্রদের অপহরণ করে চুড়াচাঁদপুরে নিয়ে যায় বলে অভিযোগ । মর্মান্তিক চিত্র এবং ক্রমবর্ধমান জনরোষের ফলে মণিপুর রাজ্যজুড়ে ফের বিক্ষোভ দেখা দিয়েছে । ইম্ফলে নিহত ছাত্রদের বিচারের দাবিতে কয়েকশো ছাত্রছাত্রী মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবনের দিকে মিছিল করেন । পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, রাজ্য পুলিশকে আন্দোলন দমন করতে টিয়ার গ্যাসও ছুড়তে হয় ৷ এতে রোষ আরও তীব্র হয় ৷

আজ ভোরেও হিংস অব্যাহত ছিল ৷ বিক্ষোভকারীরা ইম্ফল পশ্চিমে ডেপুটি কমিশনারের কার্যালয় ভাংচুর করে এবং দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় । উরিপক, ইয়াইসকুল, সাগোলবন্দ এবং তেরাতে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে ভিড় ছত্রভঙ্গ করার জন্য নিরাপত্তা কর্মীদের টিয়ার গ্যাসের শেল ছুড়তে হয় ৷

ABOUT THE AUTHOR

...view details