নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর: মণিপুরে ক্রমবর্ধমান হিংসার ঘটনায় এ বার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ শ্রীনগরের শীর্ষ পুলিশ আধিকারিক রাকেশ বলওয়ালকে উত্তর-পূর্বের এই রাজ্যে ফেরানো হচ্ছে ৷ জুলাই মাসে নিখোঁজ হওয়া দুই ছাত্রের নৃশংস হত্যাকাণ্ডের পর, নতুন করে যে অশান্তি ছড়িয়েছে, সেই পরিস্থিতিতেই এই সিদ্ধান্ত নিল মন্ত্রক । মে মাস থেকে হিংসার আগুন জ্বলছে মণিপুরে ৷ এই নিয়ে ঘরে-বাইরে সমালোচনার মুখে কেন্দ্রের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷
রাকেশ বলওয়াল 2012-ব্যাচের একজন আইপিএস অফিসার, যিনি মূলত মণিপুরের ক্যাডার হলেও তাঁর পোস্টিং ছিল জম্মু ও কাশ্মীরে ৷ কিন্তু তাঁর রাজ্যে পরিস্থিতি স্থিতিশীল করতে এ বার ঘরের ছেলের উপরই ভরসা করা হচ্ছে ৷ মণিপুরের পরিস্থিতির গুরুত্ব বিচার করে সেখানে শান্তি পুনরুদ্ধারের জন্য বলওয়ালকে তড়িঘড়ি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷
দুই নিখোঁজ ছাত্র 20 বছরের ফিজাম হেমজিৎ এবং 17 বছরের হিজাম লিন্থোইঙ্গাম্বির ভয়ংকর হত্যাকাণ্ডের মর্মান্তিক ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই নতুন করে অশান্তির আগুন জ্বলেছে মণিপুরে ৷ এই ছবিগুলিতে একটি অস্থায়ী জঙ্গল শিবিরে সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে ছাত্রদের বসে থাকতে দেখা গিয়েছে ৷ ছবিতে মাটিতে পড়ে থাকা তরুণ ছাত্রদের প্রাণহীন দেহের ছবি দেখে বোঝা যায় তাঁদের সঙ্গে কী জঘন্য অপরাধ হয়েছে ৷