আসানসোল, 28 অক্টোবর : বেড়াতে যাওয়ার আগে হাসিখুশি মুখে প্রতিবেশীদের জানিয়েছিলেন, 'দেরাদুন যাচ্ছেন, কয়েকদিন পরে বাড়িতে ফিরবেন' । কিন্তু পাড়ার সেই দিদি আর কখনই বাড়ি ফিরবেন না ৷ এটা ভেবেই শোকে পাথর মহিশীলার শিমুলতলা এলাকার বাসিন্দারা । গতকাল উত্তরাখণ্ডের বাগেশ্বরে দুর্ঘটনা ঘটে যে 5 জনের মৃত্যু হয়েছে, তারমধ্যে রয়েছেন আসানসোলের মহিশীলার বাসিন্দা শ্রাবণী চক্রবর্তীও (54) ।
গত 21 অক্টোবর আসানসোল রানিগঞ্জ থেকে মোট 35 জন পর্যটকের দল গিয়েছিলেন দেরাদুন বেড়াতে । গতকাল তিনটি গাড়ি করে তাঁরা কৌশানী যাচ্ছিলেন । তারমধ্যে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । ওই গাড়িতে মোট 12 জন যাত্রী ছিলেন । যার মধ্যে 5 জনেরই মৃত্যু হয়েছে । রাতেই উত্তরাখণ্ডের বাগেশ্বরের জেলাশাসক বিনীত কুমার এবং পুলিশ সুপার অমিত শ্রীবাস্তব প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মৃতদের নাম প্রকাশ করেছেন । মৃতরা হলেন কিশোর ঘটক (59), শ্রাবণী চক্রবর্তী (56), সুব্রত ভট্টাচার্য (61), রুনা ভট্টাচার্য (56) এবং চন্দনা খাঁ (64) । এদের মধ্যে সুব্রত ভট্টাচার্য ও রুনা ভট্টাচার্য স্বামী-স্ত্রী । তাঁরা দুর্গাপুরের বাসিন্দা । কিশোর ঘটক ও চন্দনা খাঁ রানীগঞ্জের বাসিন্দা । শ্রাবণী চক্রবর্তী আসানসোলের বাসিন্দা।