নিউদিল্লি, 22 মে : ভারতে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি-এর উৎপাদন শুরু হবে অগাস্ট থেকে ৷ আজই ঘোষণা করলেন রাশিয়ার ভারতীয় অ্যাম্বাসাডর ডিবি ভেঙ্কটেশ বর্মা ৷ মে মাসের শেষে রাশিয়া থেকে 30 লক্ষেরও বেশি স্পুটনিক ভি ভ্যাকসিন আসবে ভারতে, আর জুনে 50 লক্ষ হতে পারে, জানিয়েছেন ভেঙ্কটেশ ৷
আরও পড়ুন : উন্নাওয়ে কার্ফু ভেঙে সবজি বিক্রি, কিশোরকে পিটিয়ে খুনে অভিযুক্ত পুলিশ
দেশের ডাঃ রেড্ডি'স ল্যাবরেটরিজ রাশিয়া থেকে স্পুটনিক ভি আমদানি করার অনুমোদন পেয়েছে ৷ কিন্তু দেশে তৈরি হলে তা আরও বেশি পরিমাণে পাওয়া যাবে ৷
1 মে রাশিয়ান ডায়রেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিইএফ) থেকে প্রথম দফায় ভারতে এসে পৌঁছায় স্পুটনিক ভি ৷ দেশের সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরিজও একে ছাড়পত্র দিয়েছে ৷
আর এই মাসেই ডাঃ রেড্ডি'স ল্যাবরেটরিজ ওই সংস্থার আধিকারিক দীপক সাপ্রাকে প্রথম ডোজ দিয়ে উদ্বোধন করেন এই ভ্যাকসিনের ৷