নয়াদিল্লি, 13 মে : এই মুহূর্তে দেশজুড়ে করোনার ভ্যাকসিনের ঘাটতি ৷ বিভিন্ন রাজ্যে ঘোষণা করেও শুরুই করা যায়নি 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণ ৷ এর মধ্যেই নীতি আয়োগের এক কর্তা জানালেন, আগামী সপ্তাহ থেকেই মিলবে স্পুটনিক-ভি ভ্যাকসিন ৷ এদিন বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডা. ভিকে পাল একথা জানালেন ৷
ভিকে পাল এদিন বলেন, "স্পুটনিক-ভি ভ্যাকসিন ভারতে এসে গেছে । আমরা আশাবাদী যে এটি আগামী সপ্তাহে বাজারে পাওয়া যাবে । রাশিয়া থেকে সীমিত সরবরাহের এই ভ্যাকসিন আগামী সপ্তাহেই এদেশে বিক্রি হবে ৷"
ডা. পাল এরও জানান, আগামী জুলাই থেকেই এই স্পুটনিক-ভি ভারতেই উৎপাদিত হবে ৷ তার পাশাপাশি রাশিয়া থেকেও তা সরবরাহ করা হবে ৷ আগামী জুলাইয়ে ভারতে প্রায় 15.6 কোটি স্পুটনিক-ভি তৈরি হবে ৷