নয়াদিল্লি, 18 জুন: স্পুটনিক ভি-র তরফে খুব তাড়াতাড়ি বুস্টার শট বা টিকাকরণের দ্বিতীয় ডোজ সরবরাহ করা হবে, বৃহস্পতিবার রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে এমনটাই বলা হয় ৷ পাশাপাশি তাদের দাবি, এটি করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করার জন্য অন্য ভ্যাকসিন প্রস্তুতকারকদের তুলনায় বেশি কার্যকরী ৷ একটি টুইটে স্পুটনিক ভি জানায়, তারা খুব শীঘ্রই একটি বুস্টার শট দেবে, যা ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করার জন্যে কার্যকরী ৷ পাশাপাশি মঙ্গলবার স্পুটনিক ভি এও জানায় যে, ডেল্টা ভ্যারিয়েন্টে তাদের কার্যকারিতা অন্য যে কোনও টিকার থেকে বেশি ভালো এবং কার্যকরী ।
গামালিয়া সেন্টারের তরফে আন্তর্জাতিক এক জার্নালে প্রকাশিত এক তথ্য অনুযায়ী, স্পুটনিক ভি করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বেশি কার্যকরী, যা অন্যান্য টিকা প্রস্তুতকারি সংস্থার প্রকাশিত ফলাফলের থেকে এগিয়ে রয়েছে ৷ মঙ্গলবার টুইটে স্পুটনিক ভি জানায়, এপ্রিল মাসে টিকাটি ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে, দেশে এই নিয়ে তৃতীয় টিকা হিসেবে পাওয়া যাচ্ছে স্পুটনিক ভি ৷