হায়দরাবাদ, 1 জুন : মঙ্গলবার ভোররাতে ভারতে এসে পৌঁছাল রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি (Sputnik V) ৷ আজ 3টে 43 মিনিটে হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কার্গো বিমানে 30 লক্ষ ডোজ ভারতে এসে পৌঁছেছে ৷ জিএমআর হায়দরাবাদ এয়ার কার্গোর (GHAC) তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে ৷
জিএমআর হায়দরাবাদ এয়ার কার্গোর ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘ইতিমধ্যেই জিএইচএসি (GHAC) ভ্যাকসিনের একাধিক শিপমেন্ট রিসিভ করেছে ৷ আজ 56.6 টন ওজনের একটি ভ্যাকসিনের শিপমেন্ট রিসিভ করেছে ৷ যা করোনার ভ্যাকসিনের সবচেয়ে বড় রফতানি হয়ে আসা একটি শিপমেন্ট, যা এখনও পর্যন্ত ভারতের হাতে এসেছে ৷ আর এই শিপমেন্ট সব প্রক্রিয়া শেষ করে এবং তা পাঠাতে 90 মিনিটেরও কম সময় লেগেছে’’ ৷