পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sputnik Lite: ভারতে মেডিক্যাল ট্রায়ালের জন্য স্পুটনিক লাইটকে ছাড়পত্র ডিসিজিআইয়ের

স্পুটনিক লাইটের তৃতীয় ধাপের ট্রায়ালের ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ৷ ‘দ্য ল্যানসেট’ নামে একটি মেডিক্যাল জার্নালে স্পুটনিক লাইটের গবেষণাপত্র প্রকাশের পরেই এই ছাড়পত্র দেওয়া হল ৷

Sputnik Lite-the single-dose-VACCINE-gets-dcgi-nod-for-phase-iii-trials-in-india
ভারতে স্পুটনিক লাইটের মেডিক্যাল ট্রায়ালের ছাড়পত্র ডিসিজিআই

By

Published : Sep 15, 2021, 6:50 PM IST

নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর : রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক লাইটের তৃতীয় ধাপ অর্থাৎ ফেজ-3 মেডিক্যাল ট্রায়ালের অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ৷ ভারতীয়দের উপর এই ভ্যাকসিনের ট্রায়াল করতে পারবে প্রস্তুতকারী সংস্থা ৷ স্পুটনিক লাইট করোনার সিঙ্গল ডোজ ভ্যাকসিন ৷ যা রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি’র একটি সংস্করণ ৷ সম্প্রতি ‘দ্য ল্যানসেট’ নামে একটি মেডিক্যাল জার্নালে স্পুটনিক লাইটের গবেষণাপত্র প্রকাশিত হয় ৷ সেখানে বলা হয়েছে, দু’টি ডোজের স্পুটনিক ভি-র থেকে স্পুটনিক লাইটের কার্যকারিতা অনেক বেশি ৷ করোনার ভাইরাসের উপর যার সাফল্যের হার 78.6 শতাংশ থেকে 83.7 শতাংশ ৷

ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার সাবজেক্ট এক্সপার্ট কমিটি গত জুলাই মাসে এই ভ্যাকসিনের জরুরি ব্যবহারের আবেদন খারিজ করে দিয়েছিল ৷ পাশাপাশি রাশিয়ান এই ভ্যাকসিনের ভারতে তৃতীয় দফার ট্রায়ালের প্রয়োজনীয়তা নেই বলে জানানো হয়েছিল ৷ যেখানে কমিটির তরফে বলা হয়েছে, স্পুটনিক লাইটে ব্যবহার হওয়া ড্রাগের কনম্পোনেন্ট স্পুটনিক ভি’র কম্পোনেন্ট ওয়ানের সমান ৷ আর এই ভ্যাকসিন থেকে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা ভারতীয়দের মধ্যে হওয়া ট্রায়ালে প্রমাণিত বলে জানিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার সাবজেক্ট এক্সপার্ট কমিটি ৷

আরও পড়ুন : Corona Update India : দৈনিক সংক্রমণ ফের বেড়ে 27 হাজারে, কমেছে মৃতের সংখ্যা

প্রসঙ্গত, যে গবেষণাপত্রটি প্রকাশ করা হয়েছিল, সেই গবেষণা আর্জেন্টিনার প্রায় 40 হাজার প্রবীণ নাগরিকদের উপর করা হয়েছিল ৷ স্পুটনিক লাইটের প্রয়োগে হাসপাতালে ভর্তির হার প্রায় 82.1-87.6 শতাংশ কমিয়ে দেবে বলে ওই গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে ৷ গতবছর রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড ভারতের ডক্টর রেড্ডির ল্যাব্রেটরির সঙ্গে চুক্তি করেছিল ৷ যেখানে করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি’র তৃতীয় ধাপের ট্রায়ালের চুক্তি করেছিল রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড ৷ তার পরেই গত এপ্রিল মাসে জরুরি ভিত্তিতে স্পুটনিক ভি-কে ভারতে ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয় ৷ এর পর 14 মে হায়দরাবাদে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার ব্যবস্থা করেছিল ডক্টর রেড্ডির ল্যাব ৷

আরও পড়ুন : Engineers' Day: বিশ্বের সব ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়ে টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

ABOUT THE AUTHOR

...view details