নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর : রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক লাইটের তৃতীয় ধাপ অর্থাৎ ফেজ-3 মেডিক্যাল ট্রায়ালের অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ৷ ভারতীয়দের উপর এই ভ্যাকসিনের ট্রায়াল করতে পারবে প্রস্তুতকারী সংস্থা ৷ স্পুটনিক লাইট করোনার সিঙ্গল ডোজ ভ্যাকসিন ৷ যা রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি’র একটি সংস্করণ ৷ সম্প্রতি ‘দ্য ল্যানসেট’ নামে একটি মেডিক্যাল জার্নালে স্পুটনিক লাইটের গবেষণাপত্র প্রকাশিত হয় ৷ সেখানে বলা হয়েছে, দু’টি ডোজের স্পুটনিক ভি-র থেকে স্পুটনিক লাইটের কার্যকারিতা অনেক বেশি ৷ করোনার ভাইরাসের উপর যার সাফল্যের হার 78.6 শতাংশ থেকে 83.7 শতাংশ ৷
ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার সাবজেক্ট এক্সপার্ট কমিটি গত জুলাই মাসে এই ভ্যাকসিনের জরুরি ব্যবহারের আবেদন খারিজ করে দিয়েছিল ৷ পাশাপাশি রাশিয়ান এই ভ্যাকসিনের ভারতে তৃতীয় দফার ট্রায়ালের প্রয়োজনীয়তা নেই বলে জানানো হয়েছিল ৷ যেখানে কমিটির তরফে বলা হয়েছে, স্পুটনিক লাইটে ব্যবহার হওয়া ড্রাগের কনম্পোনেন্ট স্পুটনিক ভি’র কম্পোনেন্ট ওয়ানের সমান ৷ আর এই ভ্যাকসিন থেকে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা ভারতীয়দের মধ্যে হওয়া ট্রায়ালে প্রমাণিত বলে জানিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার সাবজেক্ট এক্সপার্ট কমিটি ৷