পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Spurious Liquor: তামিলনাড়ুতে বিষমদের বলি 10, অসুস্থ হয়ে হাসপাতালে অনেকে - বিষমদ

তামিলনাড়ুতে 10 জনের মৃত্যু হয়েছে বিষমদ খেয়ে ৷ ঘটনাটি ঘটেছে ওই রাজ্যের দু’টি জেলায় ৷ একজনকে পুলিশ গ্রেফতার করেছে ৷

Spurious Liquor
Spurious Liquor

By

Published : May 15, 2023, 3:05 PM IST

ভিল্লুপুরম (তামিলনাড়ু), 15 মে: বিষমদ খেয়ে তিনজন মহিলা-সহ 10 জনের মৃত্য়ু হল তামিলনাড়ুর ভিল্লুপুরম ও চেঙ্গালপাট্টু জেলায় ৷ সরকারি তরফে জানানো হয়েছে, রবিবার ভিল্লুপুরম জেলার মারাক্কানামের কাছে এককিয়ারকুপ্পামের বাসিন্দা ছ’জন মারা গিয়েছেন । চেঙ্গলপাট্টু জেলার মাদুরানথাগামে শুক্রবার দু’জন ও রবিবার এক দম্পতির মৃত্যু হয়েছে ৷ প্রতিটি মৃত্যুই বিষমদ পান করার কারণে হয়েছে ৷

সরকারি তরফে আরও জানানো হয়েছে যে বিষমদ পান করার ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকে ৷ তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক ৷ ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ দু’টি পৃথক ঘটনায় এই দশজনের মৃত্যু হয়েছে ৷ তামিলনাড়ু পুলিশের আইজি (উত্তর) এন কান্নান জানিয়েছেন, দু’টি ঘটনার মধ্যে কোনও যোগ আছে কি না, তার প্রমাণ এখনও পাওয়া যায়নি ৷ তবে এই দু’টি ঘটনার মধ্যে যোগ থাকতে পারে ৷ সেই দিকটি তদন্তে খতিয়ে দেখা হচ্ছে ৷

পুলিশ জানিয়েছে, ভিল্লুপুরম জেলার ঘটনায় রবিবার প্রথমে ছ’জন অসুস্থ হয়ে পড়েন ৷ খবর যায় পুলিশে ৷ পুলিশ গিয়ে তাঁদের হাসপাতালে ভর্তি করে ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয় ৷ বাকি দু’জনকে আইসিইউ-তে ভরতি করা হয় ৷ পরে তাঁদেরও মৃত্যু হয় ৷

পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় আরও 33 জন অসুস্থ হয়ে পড়েছেন ৷ তাঁদের শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো ৷ তবে এখনও আশঙ্কা এখনও কাটেনি ৷ এক্ষেত্রে আমরণ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর কাছ থেকে বিষমদও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷

পুলিশ জানিয়েছে, চেঙ্গালপাট্টু জেলার ঘটনায় প্রথম একই পরিবারের দু’জনের মৃত্যুর খবর আসে ৷ ওই পরিবারের আরও একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়৷ প্রথমে আত্মহত্যার ঘটনা বলে মনে হয়েছিল ৷ পরে লক্ষণ দেখে বোঝা যায় এঁরাও বিষমদের বলি ৷ পরে আরও দু’জন অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন ৷ সব মিলিয়ে তিনজনের চিকিৎসা চলছিল ৷ সেই তিনজনের মধ্যে দু’জন মারা যান ৷

আরও পড়ুন:অন্ধ্রে নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত 7

ABOUT THE AUTHOR

...view details