পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অসমের ডিএসপি নিযুক্ত 'ধিং-এক্সপ্রেস' - হিমা দাস

নিয়োগপত্র পেয়ে খুশি হিমা জানান, ছোটোবেলা থেকেই পুলিশ অফিসার হওয়া তাঁর স্বপ্ন ছিল ।

hima das
hima das

By

Published : Feb 27, 2021, 7:31 PM IST

গুয়াহাটি, 27 ফেব্রুয়ারি : 'ধিং-এক্সপ্রেস' এর নতুন পরিচয় । শুক্রবার অসমের ডিএসপি পদে নিযুক্ত হলেন ভারতীয় স্প্রিন্টার হিমা দাস । অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, সারুসজল স্টেডিয়ামে হওয়া এক অনুষ্ঠানে হিমাকে তাঁর নিয়োগপত্রটি দেন ।

বৃহস্পতিবার নেতাজি সুভাষ ন্যাশনাল ইন্সটিটিউট অফ স্পোর্টস ক্যাম্পাসে মহিলা দ্বিতীয় গ্রান্ড প্রিক্স-এর 200 মিটারে সোনা জেতে হিমা দাস । এই সোনা জয়ের পরই নিয়োগপত্র হাতে পান হিমা ।নিয়োগপত্র পেয়ে খুশি হিমা জানান, ছোটোবেলা থেকেই পুলিশ অফিসার হওয়া তাঁর স্বপ্ন ছিল । অসমের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হওয়ার পর তিনি ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী সোনোয়াল এবং ডিজিপি ভাস্কর জ্যোতি মোহান্তাকে ।

নিয়োগপত্র পেয়ে কী বললেন হিমা

আরও পড়ুন : বিদেশি খেলোয়াড়দের ন্যূনতম দিনের জন্য কোয়ারানটিনে রাখতে তৎপর কেন্দ্র

2018 সালে অনূর্ধ্ব 20 বিশ্বচ্যাম্পিয়নশিপে 400 মিটারে তিনি সোনা জেতেন ।

ABOUT THE AUTHOR

...view details